এক্সপ্লোর
Neem Benefits For Skin And Health: বর্ষায় চুল এবং ত্বকের খেয়াল রাখবে নিম পাতা, কিন্তু কীভাবে?
Monsoon Skin And Hair Care Tips: বর্ষাকালে ত্বক এবং চুলের অনেক সমস্যা দেখা দিতে পারে। এগুলির সমাধান হবে একটাই উপকরণে, নিম পাতা। কিন্তু কীভাবে? জেনে নিন।
ছবি সূত্র- পিক্সেলস
1/10

ছবি সূত্র- পিক্সেলস। গরমের দাবদাহ থেকে বর্ষায় মুক্তি পেলেও দেখা দেয় ত্বকের অনেক সমস্যা। বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে ত্বকে দেখা যায় অতিরিক্ত তেল, ব্রন-র্যাশের সমস্যা, ফাঙ্গাল ইনফেকশন।
2/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে অতিরিক্ত তেল বের হলে সহজেই নোংরা জমে বাড়ে ব্রনর সমস্যা। এছাড়াও র্যাশ, চুলকানি, লালচে ভাব, অস্বস্তি হতে পারে ত্বকে। এইসব ইনফেকশন জাতীয় সমস্যা দূর করবে নিম পাতা।
3/10

ছবি সূত্র- পিক্সেলস। সেনসিটিভ স্কিন, অয়েল স্কিন, নরমাল স্কিন- সব ক্ষেত্রেই বর্ষায় ব্যবহার করতে পারেন নিমের ফেসপ্যাক এবং নিমের ফেসওয়াশ। নিমে অ্যান্টিব্যাকটেরিয়াল উপকরণ থাকার ফলে ত্বকের যাবতীয় র্যাশ, অ্যালার্জি, ব্রন দূর করবে নিম পাতা।
4/10

ছবি সূত্র- পিক্সেলস। নিম পাতায় অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিইনফ্লেমেটরি এবং ডিটক্সিফায়িং উপকরণ থাকার ফলে নিমের ফেসপ্যাক, ফেসওয়াশ ত্বকে ব্যবহার করলে তাই সহজেই যাবতীয় ইনফেকশন দূর হবে।
5/10

ছবি সূত্র- পিক্সেলস। ত্বকে ব্রনর সমস্যা থাকলে বাড়িতেই নিম পাতা এবং কাঁচা হলুদ একসঙ্গে বেটে নিয়ে সেই জায়গায় লাগাতে পারেন নিয়মিত। উপকার পাবেন খুব দ্রুত।
6/10

ছবি সূত্র- পিক্সেলস। নিম পাতা বাটা, মধু এবং গোলাপ জল একসঙ্গে মিশিয়েও ত্বকে ব্যবহার করতে পারেন বর্ষার মরশুমে। এই মিশ্রণ ব্রনর সমস্যা সহজে কমায়। শুধু তাই নয়, ত্বকের অন্যান্য অ্যালার্জি, র্যাশও কমিয়ে দেবে অনেক কম সময়ে।
7/10

ছবি সূত্র- পিক্সেলস। আমাদের শরীরে যদি কোনও র্যাশ, চুলকানি, অ্যালার্জি দেখা যায়, তাহলে নিম পাতা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিন। তারপর সেটা স্নানের জলে মিশিয়ে রোজ ভাল করে স্নান করুন। কয়েকদিনের মধ্যেই কমে যাবে যাবতীয় সমস্যা।
8/10

ছবি সূত্র- পিক্সেলস। বর্ষাকালে অনেকের ক্ষেত্রেই খুশকির সমস্যা সাংঘাতিক বেশি মাত্রায় দেখা দেয়। এক্ষেত্রে নিম পাতা ভেজানো জল দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। ব্যবহার করতে পারেন নিম পাতা যুক্ত শ্যাম্পু। খুশকির সমস্যা সহজেই কমবে।
9/10

ছবি সূত্র- পিক্সেলস। নারকেল তেলের মধ্যে নিম পাতা দিয়ে ফুটিয়ে একটা কাচের পাত্রে তুলে রাখুন। এই তেল আপনি ত্বকে এবং চুলে ব্যবহার করতে পারেন। উপকার পাবেন অনেক।
10/10

ছবি সূত্র- পিক্সেলস। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 04 Aug 2025 02:03 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















