এক্সপ্লোর
Remedies To Eliminate Rats: ইঁদুরের দৌরাত্ম্যে নাজেহাল, বিষ ছাড়াই এই উপায়ে মিলবে মুক্তি
Lifestyle Tips: বাড়িতে ইঁদুরের সমস্যা অতি সাধারণ, সাধারণত সবাই বাজার থেকে কেনা বিষ কিনে ব্যবহার করেন। তবে সেটা বাদেও ঘরে থাকা জিনিস দিয়েও সমাধান সম্ভব।
ফাইল ছবি
1/9

ইঁদুর পুদিনার গন্ধ পছন্দ করে না। তাই তুলোর বলে পুদিনার তেল মিশিয়ে দিতে পারেন। যেসব জায়াগায় ইঁদুর ঘোরে সেখানে এবং ছিদ্র থাকলে সেখানে রেখে দিতে হবে।
2/9

ইঁদুর যেসব জয়াগায় ঘুরে বেড়ায় ইনস্ট্যান্ট আলুর গুঁড়ো ছিটিয়ে দিন। অথবা আলু টুকরো করে কেটে রেখে দিন। ইঁদুর খেলে অন্ত্র ফুলে যাবে। শেষমেশ মরে যাবে।
Published at : 10 Apr 2025 11:47 PM (IST)
আরও দেখুন






















