শাড়ির সঙ্গে ছিল মানানসই চুড়ি। আর ন্যুড মেকাপ সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। কমেন্টস সেকশনে অনুরাগীরা অভিনেত্রীর প্রশংসায় মেতেছেন। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
3/7
জাহ্নবী কপূর, ভূমি পেডনেকার, সঞ্জনা সাঙ্গভি সহ টিনসেল টাউনের অন্যান্য সেলেবরাও ছবি সম্পর্কে তাঁদের মন্তব্য জানিয়েছেন। জাহ্নবী লিখেছেন, চমৎকার। ভূমির মন্তব্য, খুবই সুন্দর। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
4/7
শেরশাহ ছবির মুক্তির প্রস্তুতি নিচ্ছেন কিয়ারা। অ্যামাজন প্রাইম ভিডিওতে এই সিনেমার প্রিমিয়ার ১২ অগাস্ট। সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তাঁকে। (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)
5/7
কিয়ারাকে ভুল ভুলাইয়া ২ তে কার্তি আরিয়ানের বিপরীতে দেখা যাবে। সব কিছু ঠিক থাকলে ওই সিনেমা আগামী ১৯ নভেম্বর মুক্তি পাবে।
6/7
সবুজ শাড়ির সঙ্গে কিয়ারা পরেছিলেন ফ্লোরাল ব্লাউজ। হাতে চুড়ি ছাড়াও কানে ছিল ঝুমকো।
7/7
বর্তমানে শেরশাহ সিনেমার প্রোমোশনের কাজে ব্যস্ত তিনি।