এক্সপ্লোর
Cold Chocolate Drinks: গরমে আদর্শ, চকোলেট দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা ঠান্ডা পানীয়
চকোলেট দিয়ে তৈরি পানীয়
1/10

গরমকালে সারাক্ষণই কোনও না কোনও ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ইচ্ছে করে। আর তা যদি চকোলেট দিয়ে তৈরি হয়, তাহলে তো কোনও কথাই নেই। গরমকালকে করে তুলুন আরও মজাদার। বাড়িতে বানিয়ে ফেলুন কোল্ড কোকোয়া ড্রিঙ্ক।
2/10

কোল্ড কোকোয়া ড্রিঙ্ক তৈরির জন্য, দুধের সঙ্গে কোকোয়া পাউডার, কাস্টার্ড পাউডার, কর্ন স্টার্ক, চিনি মিশিয়ে ভালো করে ঘন করতে থাকুন। দুধের সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশে ঘন হলে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন। উপর থেকে চকোলেট কুঁচি ছড়িয়ে দিতে পারেন।
Published at : 17 Apr 2022 10:02 PM (IST)
আরও দেখুন






















