এক্সপ্লোর
Shoe Care : বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গিয়েছে ? সেই অবস্থাতেই কাজ সারছেন ? বিপদ ডেকে আনছেন না তো ?
Leather Shoe Care : বৃষ্টিতে চামড়ার জুতো কীভাবে যত্নে রাখবেন ? ত্বকের সংক্রমণ হতে পারে কি ?

বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গিয়েছে ? সেই অবস্থাতেই কাজ সারছেন ? বিপদ ডেকে আনছেন না তো ?
1/10

প্রথমত অসময়ে বৃষ্টি নিয়ে আসে রোগ-ব্যাধি। তার উপর সেই বৃষ্টিকে পাত্তা না দিয়ে কেউ যদি ভিজে তারপরে এসি রুমে ঢোকেন, তাহলে শরীর খারাপ হতে বাধ্য।
2/10

তবে অনেকেই শীতের সময়টায় চামড়ার জুতো পড়তে পছন্দ করেন। এদিকে আচমকা বৃষ্টিতে চামড়ার জুতোর দফারফা তো হয়ই। সেই সঙ্গে ত্বকেও প্রভাব পড়ে।
3/10

মূলত ভেজা জুতো পড়ে থাকলে লীনতাপ বেরিয়ে, শরীর খারাপ হতে পারে। জ্বর আসতে পারে। এমনকি ভিজে পায়ে সংক্রমণ ছড়ানোর আশঙ্কাও থাকে।
4/10

এর পাশাপাশি, ভেজা জুতো পড়ে থাকলে জীবাণু সংক্রমণের একটা বড় আশঙ্কা থাকে। তাই ভেজা জুতো পরা এড়িয়ে যাওয়াই ভাল হবে।
5/10

এবার আসা যাক জুতোর কথায়। আচমকা বৃষ্টিতে চামড়ার জুতো ভিজে গেলে, বাঁচানোর উপায় অনেকগুলিই আছে। নারকেল তেল যদি শুকনো জুতোয় লাগানো হয়, সেক্ষেত্রে সমস্যা এড়ানো যাবে।
6/10

এরপর সেই চামড়ার জুতো পরে বৃষ্টিতে বের হলেও জুতো ভিজবে না। জুতোরও যত্ন নেওয়া হয়ে যাবে। তবে এর পাশাপাশি আরও ঘরোয়া উপায়ও রয়েছে।
7/10

মোম ব্যবহারেও, চামড়ার জুতোয় জল লেগে থাকবে না। বৃষ্টিতে চামড়া পচে যাওয়ার আশঙ্কা তৈরি হবে না। মূলত সারা জুতোতেই মোম ঘষতে হবে। সেলাইয়ের জায়গায় বেশি করে দিতে হবে।
8/10

এর পাশাপাশি আপনি যদি প্রায়শই জুতো পালিশ করান, সেক্ষেত্রেও জুতোর যত্ন নেওয়া হবে। বৃষ্টির জল খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না। তবে ভারী বৃষ্টিতে সেটা সম্ভব নয়।
9/10

ওয়াটারপ্রুফ ক্রিম থাকলেও জুতো ভাল থাকবে। বৃষ্টি এই ক্রিম দিয়ে ভাল করে মুছতে হবে। বিশেষ করে সেলাইয়ের অংশে। তাহলে জুতো ঠিক থাকবে।
10/10

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 21 Feb 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
