এক্সপ্লোর
Sleep Banking: ব্যাঙ্কে টাকা জমানোর মতোই, অনিদ্রা সামাল দিতে ভরসা Sleep Banking, উপায় বাতলে দিচ্ছেন চিকিৎসকরা
Tips for Good Sleep: পর্যাপ্ত ঘুম জরুরি। একান্ত সম্ভব না হলে, কী করণীয়, জানাচ্ছেন চিকিৎসকরা। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

একটু একটু করে টাকা জমিয়ে ব্যাঙ্কে রাখি আমরা। সেই টাকার উপর সুদ তোলেন কেউ, কেউ আবার বিনিয়োগ করেন, যাতে ভবিষ্যতে কাজে লাগে।
2/10

ব্যাঙ্কে টাকা গচ্ছিত রাখার মতোই, অনিয়মিত জীবনকে সোজা পথে আনতে ঘুম গচ্ছিত রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ঘুম গচ্ছিত রাখা এবং প্রয়োজনে তার ব্যবহারকে Sleep Banking বলে উল্লেখ করা হচ্ছে।
Published at : 03 Jun 2025 08:59 AM (IST)
আরও দেখুন






















