এক্সপ্লোর
Vitamin : অপ্রয়োজনে মাল্টি-ভিটামিন ট্যাবলেট কী ক্ষতি ?
না-জেনে-বুঝে দোকান থেকে মুড়ি-মুড়কির মতো ভিটামিন কিনে খাওয়ার অভ্যেস অনেক সমস্যা ডেকে আনে।
অপ্রয়োজনে মাল্টি-ভিটামিন ট্যাবলেট কী ক্ষতি ?
1/10

নিজেকে ফিট রাখতে দোকান থেকে কিনে ভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল খাচ্ছেন কি? আপনি কি ডাক্তারের পরামর্শ নিয়ে ভিটামিন খান, নাকি নিজেই বেছে নেন ?
2/10

যখন তখন ঘুম পাচ্ছে , শরীর জুতসই লাগছে না, মুখের ভিতরে ঘা হচ্ছে, দুর্বল লাগছে - সমস্যা গুলি খুবই সাধারণ। আর এসব ক্ষেত্রে বহ মানুষই ডাক্তারের পরামর্শের তোয়াক্কা না করেই, ঝট করে এক পাতা ভিটামিন ক্যাপসুল কিনে খেতে শুরু করে দেন। কিন্তু এই অভ্যেসটা মোটেই ভাল নয়।
Published at : 03 Sep 2022 06:56 AM (IST)
আরও দেখুন






















