Healthy And Glowing Skin: হাতের কাছে ৫ পাতা, ব্যবহারে উধাও ব্রণর দাগ
By : abp ananda | Updated at : 08 Dec 2021 07:36 AM (IST)
ফাইল ছবি
1/10
ফল এবং সবজির স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবাই জানেন। তবে এর পাশাপাশি বেশ কিছু পাতাও স্বাস্থ্যের জন্য উপকারী।
2/10
যা ত্বককে পুষ্টি জোগায়। যার ফলে ত্বক হয়ে উঠতে পারে স্বাস্থ্যোজ্জ্বল। প্রাকৃতিক এবং ভেষজ উপাদানগুলি সহজেই মেলে।
3/10
ব্রণ, দাগ, পিগমেন্টেশন এবং অমসৃণ ত্বকের সমস্যায় ভোগেন। নিয়ম মেনে কিছু পাতার স্বাস্থ্যকর এবং উজ্জ্বল ত্বক দিতে পারে।
4/10
মেথি পাতা মুখ উজ্জ্বল করে এবং ত্বকের দাগ দূর করে।পেস্ট তৈরি করে মুখে লাগাতে পারেন। পেস্ট তৈরি করার জন্য মেথি পাতা বেটে তাতে দুই চা চামচ মধু যোগ করতে পারেন। মুখে প্রয়োগ করে ২০ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
5/10
পুদিনা শুধু খাবারেই ব্যবহার করা হয় না, ফেসপ্যাক হিসেবেও ব্যবহার করতে পারেন। পুদিনা পাতার পেস্ট তৈরি করার জন্য শসার রস এবং মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
6/10
তুলসি পাতার বেশ কিছু উপকারিতা রয়েছে। তার মধ্যে একটি হল এটি মুখের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করা যেতে পারে।
7/10
তুলসি পাতার পেস্ট তৈরি করে তাতে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে মুখে লাগান। মুখে প্রয়োগ করে ১৫ মিনিট রেখে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন।
8/10
খাবারের স্বাদ বাড়ানোর জন্য কারিপাতা ব্যবহার করা হয়। এর পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতেও কারিপাতার জুড়ি মেলা ভার।
9/10
কারি পাতার পেস্ট তৈরি করে তাতে সামান্য মুলতানি মাটি ও এক চা চামচ মধু মিশিয়ে নিন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
10/10
ধনেপাতা ত্বকের টোন বাড়াতে সাহায্য করে। একটি পেস্ট তৈরি করে এক চা চামচ লেবুর রস যোগ করুন। তারপর এই পেস্টটি আপনার মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।