এক্সপ্লোর
Mirrors: বাড়িতে রাখা শখের আয়নার যত্ন নেবেন কীভাবে? আপনার জন্য রইল কিছু সহজ টিপস
Mirrors: আয়না অনেকদিন ভাল রাখতে চাইলে, দাগছোপ থেকে দূরে রাখতে চাইলে নিয়মিত ভাবে আয়নার যত্ন করা প্রয়োজন। কীভাবে শখের আয়নার যত্ন নেবেন, সেটা একনজরে দেখে নেওয়া যাক।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10

অনেকেই বাড়িতে শখ করে আয়না রাখেন। আজকাল বিভিন্ন ডিজাইনের বেশ শৌখিন আয়না পাওয়াও যায়। তবে শুধু আয়না রাখলেই তো হবে না। তার সঠিক যত্নও প্রয়োজন।
2/10

ঘরের মধ্যে থাকা অর্থাৎ ড্রেসিং টেবিল বা অন্যত্র থাকা আয়নার যত্ন একরকম ভাবে করা দরকার। অন্যদিকে অনেকের বাড়িতেই বাথরুমেও আয়না থাকে। তার আলাদা করে যত্নের প্রয়োজন রয়েছে।
Published at : 20 Mar 2023 12:30 AM (IST)
আরও দেখুন






















