এক্সপ্লোর
Mental Health: মানসিক নিপীড়নের শিকার হচ্ছেন? লক্ষণ দেখে বুঝুন গোড়াতেই
Emotional Abuse: মানসিক নিপীড়নের শিকার হলেও বুঝতে পারেন না অনেকে। লক্ষণ দেখে বুঝুন। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10

শারীরিক নির্যাতন অপরাধ হিসেবে গণ্য হয়। কিন্তু মানসিক নিপীড়ন এখনও ততটা গুরুত্ব পায় না। অথচ বহু মানুষই মানসিক নির্যাতনের শিকার।
2/10

মানসিক নিপীড়ন চালানো যায় বিভিন্ন উপায়ে। নিজের লোকেদের হাতেই মানসিক নিপীড়নের শিকার হন অধিকাংশ মানুষ।
3/10

আবার মানসিক নিপীড়নের শিকার হলেও, তা বুঝতে সময় লেগে যায় অনেকের। কিন্তু গোড়া থেকে সচেতন থাকলে ক্ষতি এড়ানো সম্ভব।
4/10

আপনি হয়ত মনের কথা উগরে দিলেন। কিন্তু সামনের জন কি সেটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন? আপনি আঘাত পাবেন জেনেও কি তা নিয়ে খোঁচা দেন?
5/10

আপনার অনুভূতি, আবেগ তেমন দাগ কাটে না তাঁদের মনে। বরং আপনাকে বাধ্য করেন নিজেকে প্রশ্ন করতে, নিজের অনুভূতিকে প্রশ্ন করতে? আপনি কাঁদলে তাঁরা হাসাহাসি করেন কি?
6/10

আপনি কার সঙ্গে কথা বলবেন, কার সঙ্গে মিশবেন, কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন না, সব কি তাঁরাই নিয়ন্ত্রণ করেন?
7/10

আপনার চেহারা, পোশাক, সবকিছুরই কি সমালোচনা করেন তাঁরা। ওজন, উচ্চতা নিয়ে কটাক্ষ করেন সুযোগ পেলেই।
8/10

আপনি কত টাকা আয় করছেন, কোথায় ব্যয় করছেন, সবকিছুর উপর নজর তাঁদের। এমনকি নিজের রোজগারের টাকা, নিজেরই প্রয়োজনে খরচ করার অনুমতি নেই আপনার।
9/10

ঝগড়া বা তর্কবিতর্কের সময় কি হুমকি পান? আপনাকে ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন তাঁরা? আপনার পছন্দের মানুষ সম্পর্কে কটূক্তি করেন আপনাকে আঘাত করতে?
10/10

কিছু খারাপ ঘটলেই কি আপনাকে দোষারোপ করেন তাঁরা? এমনকি নিজের খারাপ আচরণের দোষও কি আপনার উপর চাপানো হয়?
Published at : 26 Nov 2025 07:36 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























