এক্সপ্লোর
Shrinking Clothes: কাচার পর ছোট হয়ে গিয়েছে জামা? এই উপায়ে হবে মুশকিল আসান...
Washing Clothes: হাতের কাছেই রয়েছে সমাধান। শুধু ধৈর্য ধরতে হবে। ছবি: ফ্রিপিক।

ছবি: ফ্রিপিক।
1/10

পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কে না পছন্দ করেন। কিন্তু পছন্দের জামা কাচতে গেলে অনেক সময় বিপত্তি বাধে।
2/10

কাচা জামা পরতে গেলে দেখা যায় ছোট হয়ে গিয়েছে। কাচার পর চুপসে দিয়েছে।
3/10

কমবেশি আমরা সকলেই এই সমস্যায় পড়ি। এক্ষেত্রে কী করণীয় জানুন।
4/10

জামা যদি চুপসে যায়, সেক্ষেত্রে উষ্ণ গরম জল নিন গামলায়। হালকা কোনও ডিটারজেন্ট পাওডার মেশান।
5/10

এর পর ছোট হয়ে যাওয়া জামা ৩০ মিনিট ভিজিয়ে রাখুন ওই জলে। জল ঠান্ডা হতে দিন।
6/10

এর পর আস্তে করে জামা তুলে নিন সাবান-জল থেকে। হালকা হাতে বাড়তি জল নিঙড়ে নিন।
7/10

এর পর আর ধুতে যাবেন না জামাটি। তোয়ালে পেতে জামাটিকে তার উপর ছড়িয়ে দিন।
8/10

এবার একদিক থেকে জামা-সমেত তোয়ালে গোটান। সেই অবস্থায় চিপে বের করে দিন বাড়তি জল।
9/10

গোটানো তোয়ালে একই ভাবে আস্তে আস্তে খুলে নিন। এবার জামাটি ধরে সবদিকে টেনে দিন একটু করে।
10/10

এবার জামাটিকে খোলা হাওয়ায় শুকিয়ে নিন। এর পর ঠান্ডা জলে শুধু ধুয়ে নিলেই আগের মতো গায়ে ঢুকবে জামা।
Published at : 02 Mar 2025 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
