এক্সপ্লোর
৪ মাস হল মারা গেছেন স্বামী, এভাবেই অভিনেতা চিরঞ্জীবীর কাটআউটকে সঙ্গী করেই সাধ খেলেন স্ত্রী
![](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163614/2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1/7
![২০০৯ সালে বায়ুপুত্র ছবি দিয়ে সিনেমায় পা রাখেন চিরঞ্জীবী। এরপর কাজ করেন আম্মা আই লাভ ইউ, হুইসল, চন্দ্রলেখা, সংহারা, আদ্যা, খাকি-র মত বেশ কয়েকটি ছবিতে। শেষ তাঁকে দেখা যায় মার্চে মুক্তি পাওয়া শিবার্জুনা ছবিতে। মাত্র ৩৯ বছর বয়সে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163707/7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০০৯ সালে বায়ুপুত্র ছবি দিয়ে সিনেমায় পা রাখেন চিরঞ্জীবী। এরপর কাজ করেন আম্মা আই লাভ ইউ, হুইসল, চন্দ্রলেখা, সংহারা, আদ্যা, খাকি-র মত বেশ কয়েকটি ছবিতে। শেষ তাঁকে দেখা যায় মার্চে মুক্তি পাওয়া শিবার্জুনা ছবিতে। মাত্র ৩৯ বছর বয়সে বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।
2/7
![এভাবেই সারাজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন একে অপরকে। কিন্তু তা হল কই? প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই চলে গেলেন কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা। সেটা গত জুন মাস। তখন অন্তস্বত্ত্বা স্ত্রী মেঘনা।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163655/6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এভাবেই সারাজীবন সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন একে অপরকে। কিন্তু তা হল কই? প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই চলে গেলেন কন্নড় অভিনেতা চিরঞ্জীবী সারজা। সেটা গত জুন মাস। তখন অন্তস্বত্ত্বা স্ত্রী মেঘনা।
3/7
![পরিবারের সঙ্গে সাধভক্ষণের ছবি মেঘনা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, সারা জীবন এভাবেই চিরঞ্জীবীর সঙ্গে একাত্ম হয়ে থাকবেন তিনি এবং তাঁর সন্তান।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163646/5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিবারের সঙ্গে সাধভক্ষণের ছবি মেঘনা শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। লেখেন, সারা জীবন এভাবেই চিরঞ্জীবীর সঙ্গে একাত্ম হয়ে থাকবেন তিনি এবং তাঁর সন্তান।
4/7
![বেঁচে থাকলে তিনি বোধ হয় এভাবেই স্ত্রী ওপরিবারের সঙ্গে থাকতেন। অপেক্ষা করতেন নবজাতকের জন্য।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163635/unnamed-file.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেঁচে থাকলে তিনি বোধ হয় এভাবেই স্ত্রী ওপরিবারের সঙ্গে থাকতেন। অপেক্ষা করতেন নবজাতকের জন্য।
5/7
![চিরঞ্জীবী-মেঘনার সন্তান আর কয়েকদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে। তাই স্বামী চলে যাওয়ার যন্ত্রণা চেপেই হাসি মুখে সাধ খেলেন স্ত্রী মেঘনা। চোখের কোণে চিকচিক করছিল জল। পাশে রইল অভিনেতা চিরঞ্জীবীর বিশাল কাটআউট।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163625/3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চিরঞ্জীবী-মেঘনার সন্তান আর কয়েকদিনের মধ্যেই পৃথিবীর আলো দেখবে। তাই স্বামী চলে যাওয়ার যন্ত্রণা চেপেই হাসি মুখে সাধ খেলেন স্ত্রী মেঘনা। চোখের কোণে চিকচিক করছিল জল। পাশে রইল অভিনেতা চিরঞ্জীবীর বিশাল কাটআউট।
6/7
![পাশে রইলেন প্রয়াত স্বামী চিরঞ্জীবীও। এভাবেই। কাটআউটে। সেই হাসি মাখা মুখটি নিয়ে।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163614/2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পাশে রইলেন প্রয়াত স্বামী চিরঞ্জীবীও। এভাবেই। কাটআউটে। সেই হাসি মাখা মুখটি নিয়ে।
7/7
![এরপর কেটে গেছে প্রায় ৪টি মাস। তাঁদের সন্তানের জন্ম হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ধূমধাম করে হল মেঘনার সাধ-খাওয়ার অনুষ্ঠান।](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/09163602/1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এরপর কেটে গেছে প্রায় ৪টি মাস। তাঁদের সন্তানের জন্ম হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। ধূমধাম করে হল মেঘনার সাধ-খাওয়ার অনুষ্ঠান।
Published at :
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)