এক্সপ্লোর
Kanchan-Sreemoyee: লাল পোশাকে সাহসী শ্রীময়ী, বিয়ের জন্মদিনে বউয়ের থেকে চোখ সরল না কাঞ্চনের
Kanchan-Sreemoyee Marriage Anniversary: বিশেষ এই দিনে লাল গাউনে সেজেছিলেন শ্রীময়ী। অন্যদিকে কালো কোট আর সাদা শার্টে সেজেছিলেন কাঞ্চন। বন্ধুদের সঙ্গে তাঁরা পালন করেন বিশেষ এই দিনটি।

বন্ধুদের সঙ্গে পার্টিতে মাতলেন কাঞ্চন-শ্রীময়ী
1/10

তাঁদের বিয়ের প্রথম জন্মদিন। আর বিশেষ সেই দিনে বিশেষ কিছু হবে না তাও কি হয়! ভালবাসার দিন আর ভ্যালেন্টাইন্স ডে-র জোড়া উদযাপনে মাতলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন সেই সমস্ত ছবি।
2/10

বিশেষ এই দিনে লাল গাউনে সেজেছিলেন শ্রীময়ী। অন্যদিকে কালো কোট আর সাদা শার্টে সেজেছিলেন কাঞ্চন। বন্ধুদের সঙ্গে তাঁরা পালন করেন বিশেষ এই দিনটি।
3/10

লাল গোলাপে সাজানো হয়েছিল আবহ। হলুদ আলো আর লাল গোলাপে সাজানো রেস্তোরাঁয় গঙ্গাবক্ষে উদযাপনে মাতলেন কাঞ্চন ও শ্রীময়ী।
4/10

বিশেষ দিনের জন্য হাজির হয়েছিল কাঞ্চন শ্রীময়ীর নাম লেখা কেক। সেই কেকে ছুরি চালিয়ে আর একে অপরের মুখে কেক তুলে দিয়েই উদযাপন করেন এই বিশেষ দিনটা।
5/10

প্রেমের দিন, তার ওপর বিয়ের জন্মদিন। একে অপরকে কী উপহার দিলেন কাঞ্চন-শ্রীময়ী?
6/10

শ্রীময়ী কাঞ্চনের জন্য উপহারে বিশেষভাবে তৈরি করিয়েছেন একটি চকোলেট। সেখানে রয়েছে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের সময়ে সিঁদুরদানের মুহুর্তের ছবি।
7/10

গোটা ছবিটিই ফুটিয়ে তোলা হয়েছে চকোলেটের ওপর। কাঞ্চন হোয়াটসঅ্যাপ স্টেটাসে সেই ছবিটি শেয়ার করে লিখেছেন, 'শ্রীময়ীর তরফ থেকে উপহার। পুরোটাই চকোলেটের ওপর। এত সুন্দর যে খেতেই ইচ্ছা করবে না।'
8/10

আর কাঞ্চন নিজে কী উপহার দিয়েছেন বউকে? তা অবশ্য তিনি বলতে নারাজ। সেই কথা তিনি ব্যক্তিগতই রাখতে চান
9/10

ঠোঁটে ঠোঁট। কাঞ্চন শ্রীময়ীর সাহসী এই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রত্যেককেই কাঞ্চন ও শ্রীময়ীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের বিবাহবার্ষিকীতে।
10/10

গতবছর, এই দিনই কার্যত সবাইকে চমকে দিয়ে আইনি বিবাহ সারেন শ্রীময়ী ও কাঞ্চন। তবে সেই সময়ে খবর প্রকাশ্যে আসেনি। দিন কয়েক পরে সোশ্যাল মিডিয়ায় সইসাবুদের বিয়ে ও মালাবদলের ছবি শেয়ার করে নিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী।
Published at : 17 Feb 2025 07:00 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
