এক্সপ্লোর
Aadhaar Card Update: মিথ্যে বলছে না তো , কীভাবে যাচাই করবেন অন্যের আধার কার্ড ?
Aadhaar Card: আধার চিনবেন কীভাবে ?
1/6

আধার তথ্য নিয়ে মিথ্যে বলার দিন শেষ। নিজেই যাচাই করে নিতে পারবেন অন্যের আধার কার্ড(Aadhar card)। তাই বাড়িতে ভাড়াটিয়া, পরিচারিকা বা ড্রাইভার রাখার আগে অবশ্যই যাচাই করুন তাদের আধার নম্বর।
2/6

কীভাবে অন্যের আধার কার্ড যাচাই করবেন ? Steps to verify someone’s Aadhaar ১ প্রথমে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার UIDAI website -www.resident.uidai.gov.in/verify -এ যান ২ এখানে মাই আাধারে গিয়ে আধার সার্ভিসেসে ক্লিক করুন। ৩ এবার ভেরিভাই আধার নম্বর অপশনে ক্লিক করুন।
3/6

৪ এখান থেকে আধার ভেরিফিকেশন পেজ খুলে যাবে। ৫ এই পেজে গিয়ে প্রয়োজনীয় তথ্য জমা দিন। যেমন-নাম ও আধার নম্বর ৬ একবার সব ডকুমেন্ট জমা হয়ে গেলে 'প্রসিড টু ভেরিভাই' বটনে ক্লিক করুন। ৭ এখানে আধার নম্বর ভুয়ো না হলে ডিসপ্লেতে ওই ব্যক্তির বিবরণ দেখা যাবে। ৮ কোনও কারণে আধার নম্বর ভুয়ো হলে আপনাকে নোটিফিকেশন দেবে।
4/6

আধার কার্ডের গুরুত্ব (Aadhar card Importance) দেশের বর্তমান পরিস্থিতি বলছে, নাগরিকের পরিচয় জানতে আধার কার্ডের বিকল্প নেই। সরকারি পরিষেবা থেকে শুরু করে আয়কর জমার ক্ষেত্রেও লাগে আধারের পরিচয়। প্যানকার্ডের সঙ্গে কার্ডের নথির লিঙ্ক করা বাধ্যতামূলক হওয়ায় কর জমা দেওয়ার কাজে লাগে আধার কার্ড। সরকারি প্রকল্পের টাকা পেতেও আধার থাকাটা আবশ্যিক। তাই নিজের আধার কার্ড যাচাই করে নেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়।
5/6

আধার কার্ড নিয়ে ট্যুইট (UIDAI Tweet On Aadhar) সম্প্রতি আধার আধার কার্ডের (Aadhar Card) প্রতারণা রুখতে ট্যুইট করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)। ট্যুইটে বলা হয়েছে, আধার কার্ডকে নিজের প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করার আগে তা যাচাই করে নিন। ১২ সংখ্যার নম্বর মানেই যে সর্বদা আধার হবে বিষয়টা তেমন নয়। https://resident.uidai.gov.in-এই সাইটে গিয়ে মাত্র কয়েকটা ধাপ পেরোলেই বুঝে যাবেন সত্যি-মিথ্যে।
6/6

আপনার আধার কার্ড আসল না নকল চিনুন ১ প্রথমে আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইট https://resident.uidai.gov.in-এ গিয়ে লগ ইন করুন। ২ এবার মাই আধার সেগমেন্টে ক্লিক করে ''ভেরিফাই আধার নম্বর''-এ যান। ৩ এখানে ১২ সংখ্যার আধার নম্বর জমা দিন। ৪ পরবর্তী পদক্ষেপে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এখানে ক্লিক করে কাজ সম্পূর্ণ করুন। ৫ যদি ক্লিক করার পর নতুন পেজ খুলে যায় ও তাতে গ্রাহকের আধার নম্বর দেখা যায় তাহলে আপনার কার্ড আসল। ৬ এখানে আপনার আধার কার্ড নম্বর ছাড়াও বয়স, লিঙ্গ ও রাজ্য ছাড়াও আরও বিবরণ দেখাবে। ৭ নতুন পেজে কার্ডের বিবরণ না দেখালে বুঝে যাবেন আপনার আধার কার্ড নকল।
Published at : 21 Nov 2021 04:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
শিক্ষা
শিক্ষা
খবর
Advertisement
ট্রেন্ডিং
