এক্সপ্লোর
Aadhar Update: আধারে জন্মতারিখ ঠিকমতো আছে তো? না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন

আধার কার্ডে জন্মতারিখ আছে তো? না হলে কিন্তু সমস্যা হতে পারে
1/9

এখন দেশের অন্যতম প্রয়োজনীয় সরকারি নথি হল আধার। যে কোনও জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার দেখাতে হয়। ব্যাঙ্ক সহ বিভিন্ন জায়গায় প্রয়োজন হয় আধার।
2/9

আধার কার্ডে জন্মতারিখ আছে তো? না হলে কিন্তু সমস্যা হতে পারে। আধারে জন্মতারিখ থাকা জরুরি।
3/9

আধার কার্ডে জন্মতারিখে গোলমাল থাকলে সমস্যা হতে পারে। তাই ঠিকমতো জন্মতারিখ না থাকলে সংশোধন করে নিন।
4/9

এখন আধার আপডেট করা অনেক সহজ হয়ে গিয়েছে। ঘরে বসেই করা সম্ভব।
5/9

ইউআইডিএআই-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ গিয়ে জন্মতারিখ সংশোধন করা যায়।
6/9

তবে কিছু নিয়ম আছে। যখন ইচ্ছা বা যতবার ইচ্ছা নাম, জন্মতারিখ বদলানো যায় না।
7/9

শুধু দু’বারই নাম বদলানো যায়। জন্মতারিখ বদলানো যায় একবারই।
8/9

আধারে লিঙ্গ পরিবর্তনও একবারই করা যায়।
9/9

আধারে ঠিকানা, ছবি, মোবাইল নম্বর অবশ্য যতবার খুশি বদল করা যায়।
Published at : 20 Dec 2021 12:39 AM (IST)
\
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
