এক্সপ্লোর
Mumbai Coronavirus Crisis: উধাও করোনা আতঙ্ক, বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ী শ্রমিকরা

1
1/5

ভিড়ে ঠাসা স্টেশন, ট্রেন। কারও মুখে মাস্ক নেই। সালটা বদলেছে কেবল। ছবিটা নয়। করোনা কাঁটায় কাবু মহারাষ্ট্র। ফের ঘরে ফিরতে চাইছেন পরিযায়ীরা। ২০২০-র ভয়াবহ স্মৃতি ফেরাল করোনার দ্বিতীয় ঢেউ।
2/5

আজ মুম্বইয়ের লোকমান্য তিলক টার্মিনাসের এই ছবি আতঙ্ক ধরাবেই। প্রত্যেকদিন যেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা, সেখানে বাড়ি ফেরার এই মরিয়া চেষ্টায় প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে সামাজিক দূরত্ববিধি।
3/5

প্ল্যাটফর্মের বাইরে ধরা পড়ল লম্বা লাইনের ছবিটা। সঙ্গে অনেক জিনিস। বাড়ি ফিরতে চান সবাই।
4/5

মুম্বইয়ের পুলিশ ভিড় সামলাতে মরিয়া। উপযুক্ত পরিচয়পত্র দেখে তবেই ঢুকতে দেওয়া হচ্ছে স্টেশন চত্বরে। সতর্কবার্তা দেওয়া হচ্ছে মাস্ক পরা নিয়েও।
5/5

এদিকে লকডাউন ও নাইট কার্ফু নিয়ে দফায় দফায় অধিবেশন চলছে। করোনা পরিস্থিতিকে মাথায় রেখে সম্পূর্ণ লকডাউনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না, খবর সূত্রের।
Published at : 12 Apr 2021 11:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
