এক্সপ্লোর
Indian Army: ৪২ বছর পর অবসর জেনারেল নরবণের, নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

অবসর নিলেন জেনারেল মনোজ মুকুন্দ নরভনে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
1/12

জেনারেল মনোজ মুকুন্দ নরভনের অবসরের পর নতুন সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মনোজ পাণ্ডে। ছবি সৌজন্যে এএনআই
2/12

দেশের ২৯ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন জেনারেল মনোজ পাণ্ডে। কোর অফ ইঞ্জিনিয়ারস থেকে প্রথম অফিসার হিসেবে সেনাপ্রধান হলেন তিনি। ছবি সৌজন্যে এএনআই
3/12

সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার শেষ করে অবসর নেওয়ার দিন স্ত্রী বীণা নরবণের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দের সঙ্গে দেখা করেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে রাষ্ট্রপতি ভবন
4/12

সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার ছাড়ার দিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গেও দেখা করেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে https://twitter.com/rajnathsingh
5/12

৪২ বছর ধরে ভারতীয় সেনাবাহিনীর সদস্য ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। ট্যুইট করে তাঁর সেই অবদানকে স্বীকৃতি জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। ছবি সৌজন্যে https://twitter.com/rajnathsingh
6/12

ভারতীয় সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার আগে ন্য়াশনাল ওয়ার মেমোরিয়ালে গিয়ে শ্রদ্ধা জানান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
7/12

দেশের ২৭ তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছে জেনারেল মনোজ মুকুন্দ নরবণেকে। লাদাখ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতে চিনের সেনাবাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ভারতীয় সেনা। ছবি সৌজন্যে পিটিআই/বিজয় বর্মা
8/12

জেনারেল মনোজ মুকুন্দ নরবণে সেনাপ্রধান থাকাকালীন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চিনের সেনাবাহিনীর সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর সংঘর্ষ হয়। চিনা আগ্রাসনের মোকাবিলা করতে হয় ভারতীয় সেনাবাহিনীকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
9/12

গতকাল সেনাপ্রধান হিসেবে দায়িত্বভার শেষ করে অবসর গ্রহণের আগে সাউথ ব্লকে জেনারেল মনোজ মুকুন্দ নরবণেকে গার্ড অফ অনার দেওয়া হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
10/12

গার্ড অফ অনার গ্রহণের সময় বিদায়ী সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
11/12

১৯৬০ সালের ২২ এপ্রিল জন্ম হয় জেনারেল মনোজ মুকুন্দ নরবণের। তাঁর বাবা ভারতীয় বায়ুসেনার প্রাক্তন অফিসার। পুণের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি ও দেহরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণ নেন জেনারেল নরবণে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
12/12

২৮ মাস ধরে সেনাপ্রধান ছিলেন জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। আফগানিস্তান ফের তালিবানের দখলে যাওয়া, ভারত-পাকিস্তান সীমান্তে ড্রোন ব্যবহার করে নাশকতামূলক কাজকর্ম, সংঘর্ষ-বিরতি লঙ্ঘন সহ বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয় তাঁকে। ছবি সৌজন্যে পিটিআই/মনবিন্দর বশিষ্ট
Published at : 01 May 2022 08:31 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
