এক্সপ্লোর
Gangasagar Mela 2025: আজ মকর সংক্রান্তি; গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড়, মেলা চত্বরে কড়া নিরাপত্তা
South 24 Parganas: মকর সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যার্থী সমাগম গঙ্গাসাগরে।

ফাইল ছবি
1/10

আজ মকর সংক্রান্তি। গঙ্গাসাগরে লক্ষ লক্ষ পুণ্যার্থী সমাগম।ভিড় উপচে পড়ছে সমুদ্র সৈকতে। শীত উপেক্ষা করে সকাল থেকে স্নান করছেন পুণ্যার্থীরা।
2/10

সাগরে স্নানের মাহেন্দ্রক্ষণ আজ সকাল ৬টা ৫৮ মিনিট থেকে শুরু হয়েছে। চলবে আগামীকাল সকাল ৬টা ৫৮ পর্যন্ত।
3/10

পুণ্যলাভের আশায় গঙ্গাসাগরে এসেছেন ভিনরাজ্যের পুণ্যার্থীরা। এসেছেন বিদেশি পর্যটকরাও। গৃহী থেকে শুরু করে সাধু-সন্ন্যাসী সকলেরই লক্ষ্য সাগরে ডুব দিয়ে মোক্ষ লাভ।
4/10

মকর সংক্রান্তিতে সাগরে স্নান সেরেছেন রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু ও রথীন ঘোষ। সাগরতটে চলছে গঙ্গা বন্দনা, সূর্য প্রণাম। হর হর মহাদেব, গঙ্গা মাইকি জয়, পুণ্যার্থীদের জয়ধ্বনিতে মুখরিত মেলা প্রাঙ্গণ।
5/10

এবারও গঙ্গাসাগর মেলায় এসেছেন প্রচুর বিদেশি। ইসকনের মাধ্যমে এসেছেন ২১টি দেশের ৮০ জন ভক্ত।
6/10

স্নানের পর কপিল মুনির আশ্রমে পুজো দিচ্ছেন পুণ্যার্থীরা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা চত্বর ও আশপাশের এলাকা। আকাশপথে ও জলপথেও চলছে নজরদারি।
7/10

একাধিক পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। উপকূলরক্ষী বাহিনী, NDRF, সিভিল ডিফেন্স ছাড়াও প্রস্তুত ভারতীয় নৌ বাহিনী।
8/10

আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সুন্দরবন পুলিশ জেলা, গঙ্গাসাগর কোস্টাল থানা এবং কাকদ্বীপে আরও একটি কোস্টাল থানা থাকবে। ৩টি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে।
9/10

সুলভ মূল্যে কলকাতা-গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবাও মিলবে। মেলায় পুণ্যার্থীদের পরিষেবা দেওয়ার জন্য ২২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টা বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি ব্যবহার করা যাবে।
10/10

বার্জ, লঞ্চ, জেটিতে জিপিএস ট্র্যাকিং এবং স্যাটেলাইট ট্রেকিংয়ের ব্যবস্থা থাকবে। কোনও ঘটনার মোকাবিলায় ২৫০০ সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে।
Published at : 14 Jan 2025 04:54 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
