এক্সপ্লোর
ABP C Voter Survey : প্রধানমন্ত্রী পদে পছন্দের কে ? সি ভোটারের সমীক্ষায় কে এগিয়ে
Opposition Meet : আপ-কংগ্রেসের মধ্যে অল্পবিস্তর দ্বন্দ্ব থাকলেও, বৈঠক শেষে ঐক্যের বার্তা দিয়েছে বিরোধী-শিবির।
প্রধানমন্ত্রী পদে পছন্দের কে ?
1/10

লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে বিরোধী দলগুলি। এ নিয়ে সব দলই প্রস্তুতি শুরু করেছে।
2/10

সম্প্রতি পাটনায় বৈঠকে বসে বিরোধীরা। আপ-কংগ্রেসের মধ্যে অল্পবিস্তর দ্বন্দ্ব থাকলেও, বৈঠক শেষে ঐক্যের বার্তা দিয়েছে বিরোধী-শিবির। যদিও অদূর ভবিষ্যতে এই ছবি স্পষ্ট হয়ে যাবে। অর্থাৎ, তারা শেষমেশ বিজেপির বিরুদ্ধে একমঞ্চে আসতে পারবে কি না।
3/10

এই পরিস্থিতিতে এবিপি নিউজের জন্য একটি সমীক্ষা চালিয়েছে সি-ভোটার। সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রী পদের জন্য কে পছন্দের ?
4/10

তাতে বেশিরভাগ মানুষই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নিয়েছেন। সমীক্ষায় যোগ দেওয়া ৫৭ শতাংশ মানুষ বলছেন, তাঁদের প্রথম পছন্দের মোদি।
5/10

সমীক্ষায় প্রত্যাশিত মতই উঠে এসেছে রাহুল গাঁধীর নাম। 'ভারত জোড়ো যাত্রা'-র সাফল্যের পর কর্ণাটকে কংগ্রেসের বিশাল জয়লাভে আশায় বুক বাঁধছেন দলীয় কর্মী-সমর্থকরা। তাঁদের আশা, আগামীদিনে ফের লোকসভা নির্বাচনে রাহুলকে সামনে রেখে লড়বে দল।
6/10

কিন্তু, রাহুলকে কত মানুষ প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন ? পরিসংখ্যান অনুযায়ী, কংগ্রেস নেতা রাহুল গাঁধী দ্বিতীয় পছন্দের। প্রধানমন্ত্রী মোদির পর অধিকাংশ মানুষই চাইছেন, প্রধানমন্ত্রী হোক রাহুল। ১৮ শতাংশ মানুষ রাহুলকে প্রধানমন্ত্রী পদে পছন্দের কথা জানিয়েছেন।
7/10

সমীক্ষায় প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে উত্তরপ্রদেশের দুই বারের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা যোগী আদিত্যনাথের নামও।
8/10

সমীক্ষায় অনুযায়ী, যোগী আদিত্যনাথকে ৮ শতাংশ মানুষ প্রধানমন্ত্রী পদে পছন্দ বলে জানিয়েছেন।
9/10

সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ৩ শতাংশ মানুষ বলেছেন যে, তাঁরা চান দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী হন।
10/10

এবিপি নিউজের সি-ভোটারের সমীক্ষায় এমন অনেকেই রয়েছেন যাঁরা প্রধানমন্ত্রী হিসেবে এই নেতাদের কারও নাম নেননি। প্রধানমন্ত্রী পদে অন্যদের পছন্দের কথা জানিয়েছেন ১৪ শতাংশ ।
Published at : 01 Jul 2023 04:00 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















