এক্সপ্লোর
Ahmedabad Plane Crash: গতি তুলতে গিয়ে সমস্যা, নাকি পাখির হানা? প্রশ্ন রক্ষণাবেক্ষণ নিয়েও, বিমান দুর্ঘটনায় হাহাকার আমদাবাদ জুড়ে
Air India Plane Crash: এত প্রাণ চলে গেল। দায় কার? প্রশ্ন অনেক, উত্তর অধরা। ছবি: পিটিআই ও ABP Gujarat ব্যুরো।
ছবি: পিটিআই ও ABP Gujarat ব্যুরো।
1/11

২৩২ জন যাত্রীকে ১২ জন বিমানকর্মী। বৃহস্পতিবার নির্ধারিত সময়েই গুজরাতের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়ার AI171 বিমানটি।
2/11

কিন্তু গন্তব্যে পৌঁছনো তো দূর, উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমানটি। অত্যাশ্চর্যজনক ভাবে বিমানের এক যাত্রীই শুধু বেঁচে ফিরেছেন। বাকি ২৪১ জনই মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।
3/11

বিমানটি মেডিক্যাল পড়ুয়াদের হস্টেলে গিয়ে ধাক্কা মারে। ২২ জন MBBS পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি, অনেক সাধারণ মানুষও এই দুর্ঘটনার বলি হয়েছেন বলে জানা যাচ্ছে। তবে বৃহস্পতিবার রাত ৮.৩০টা পর্যন্ত নির্দিষ্ট পরিসংখ্যান সামনে আসেনি।
4/11

জানা যাচ্ছে, এদিন দুপুর ১.৩৯ নাগাদ বিমানবন্দর থেকে ওড়ে বিমানটি। এর এক মিনিটেরও কম সময়ের মধ্যে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির।
5/11

Flightradar24 জানিয়েছে, মাটি থেকে ৬২৫ ফুট উচ্চতায় সিগনাল বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানবন্দর সংলগ্ন এলাকায় ঘন বসতি ছিল। ফলে বড় বড় বিল্ডিংয় ছিল সেখানে।
6/11

উড়ানের পর গতি তুলতে, উচ্চতা বাড়াতেই পাইলট হিমশিম খান বলে জানা যাচ্ছে। ঘটনার যে ভিডিও সামনে এসেছে, তাতেও দেখা গিয়েছে, কিছুটা ওড়ার পরই তীব্র বেগে নীচের দিকে ধাবিত হয় বিমানটি। এর পরই তীব্র বিস্ফোরণের শব্দ এবং আগুনের গোলা ও কালো ধোঁয়ার কুণ্ডলী উঠে আসে।
7/11

দুর্ঘটনার আগে MAYDAY Call-ও দেন ক্যাপ্টেন সুমিত সবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর । অর্থাৎ বিপদবার্তা পাঠান জরুরি পরিস্থিতিতে। এর পর আর কিছু কথা হয়নি।
8/11

কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে নানা তত্ত্ব উঠে আসছে। Boeing 787-8 বিমানটির ডাবল ইঞ্জিন ফেলিওর হতে পারে বা যান্ত্রিক গোলযোগ দেখা দিয়ে থাকতে পারে বলে জানা যাচ্ছে।
9/11

পাশাপাশি, পাখির হানার তত্ত্বও উঠে আসছে। তবে ব্ল্যাক বক্সটি উদ্ধার করা গিয়েছে। ফলে দুর্ঘটনার সঠিক কারণ শীঘ্র পরিষ্কার হয়ে যাবে বলে জানা যাচ্ছে।
10/11

কিন্তু মাত্র ১২ বছর বয়সি Boeing বিমাটির এমন পরিণতি হওয়া নিয়ে প্রশ্নও উঠছে। কারণ বিমান তৈরিতে নিম্নমানের সরঞ্জাম ব্যবহারের অভিযোগ আগে থেকেই রয়েছে Boeing-এর বিরুদ্ধে। পাশাপাশি, বিমানবন্দর সংলগ্ন জায়গায় ঘনবসতি গড়ে তোলা, ডাক্তারদের হস্টেল নির্মাণ নিয়েও উঠছে প্রশ্ন। বিপদ জেনেও কেন সরকার এসব হতে দিল, প্রশ্ন তুলেছেন অনেকেই।
11/11

অন্য দিকে, আকাশ বৎস নামের এক যুবক জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতেই চেপেই ঘণ্টাদুয়েক আগে দিল্লি থেকে আমদাবাদ ফিরেছিলেন তিনি। এসি চলছিল না বিমানে। দর দর করে ঘামছিলেন তিনি। বিমানটিতে অস্বাভাবিকতাও চোখে পড়ে বলে জানান। ফলে বিমানের রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠছে।
Published at : 12 Jun 2025 08:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























