রাজ্যসভায় জয়া বচ্চনের বক্তব্য প্রশংসার পাশাপাশি সমালোচনাও কুড়িয়েছে বহু মহলের। তাঁদের বাসভবন জলসার বাইরে মুম্বই পুলিশ অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে।
2/7
তবে অমিতাভ বচ্চন এ নিয়ে কী ভাবছেন জানা যাচ্ছে না। দিব্যি খোশমেজাজে তিনি ঘুরছেন সদ্য কেনা বিলাসবহুল মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস গাড়িতে।
3/7
4/7
এক সংবাদপত্রের বক্তব্য অনুযায়ী, তাঁর এই নতুন গাড়ির দাম ১.৩৮ কোটি টাকা। তাঁর একটি রোলস রয়েস আছে, দাম ৯ কোটি টাকার মত।
5/7
6/7
অল্পদিন আগে সিনিয়র বচ্চনের লাক্সারি গাড়ির গ্যারাজে ঢুকেছে নতুন এই গাড়িটি।
7/7
অমিতাভকে শেষ দেখা গিয়েছে গুলাবো সীতাবো ছবিতে। তিনি আবার কৌন বনেগা ক্রোড়পতি-র শ্যুটিং শুরু করেছেন।