এক্সপ্লোর
Ayodhya Ram Mandir: এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন, সম্পূর্ণ নকশা বানিয়েছেন কে ?
Ayodhya Ram Mandir Designer: এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন, জানেন কি সম্পূর্ণ নকশা তৈরি করলেন কে ?

এগিয়ে আসছে রাম মন্দিরের উদ্বোধনের দিন, সম্পূর্ণ নকশা বানিয়েছেন কে ?
1/10

চলতি বছরের ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। আর বলাইবাহুল্য এনিয়ে গোটা দেশেই উৎসাহ তুঙ্গে।
2/10

অযোধ্যার মন্দির প্রায় সম্পূর্ণরূপে প্রস্তুত। এখন শুধু সাধারণ মানুষের জন্য খোলার অপেক্ষায়।
3/10

তবে যে মন্দিরকে ঘিরে এত চর্চা সারাদেশে, সেই রামমন্দির নকশা প্রস্তুত করেছেন ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরা।
4/10

ডিজাইনার চন্দ্রকান্ত সোমপুরার একের পর এক প্রজন্ম মন্দির নকশা করে আসছে।
5/10

সোমপুর পরিবার এখন পর্যন্ত দেশের অনেক বড় মন্দিরের নকশা করেছে। যার মধ্যে রয়েছে গুজরাটের সোমনাথ মন্দির এবং বিড়লা মন্দিরও।
6/10

রাম লালার জন্য় প্রচুর উপহার আসছে নেপাল থেকে। ৩ কুইন্টাল চাল আসছে ছত্তীসগঢ় থেকে।
7/10

পটনার মহাবীর ট্রাস্ট থেকে পাঠানো হয়েছে সোনার ধনুক। রামমন্দিরে এখন শুধুই শেষ মুহূর্তের প্রস্তুতি।
8/10

প্রত্য়েকটা বাড়ি সেজে উঠেছে একইরকম রঙে। প্রত্য়েকটা লাইটস্ট্য়ান্ড ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে।
9/10

অযোধ্য়া জুড়ে এখন শুধুই রামায়ণের থিম। পুরাণে বলা হয়, রাম লালার মাতুলালয় ছত্তীসগঢ়ের চাঁদখুড়িতে। আর নেপালের জনকপুরে জন্ম হয় সীতার।
10/10

অযোধ্য়ায় রাম-লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে এই দুই জায়গা থেকে আসছে প্রচুর উপহার।
Published at : 08 Jan 2024 07:47 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
