আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে গেল বেলুড় মঠ। ২৫ মার্চ মঠ বন্ধ হয়েছিল। মাঝে ১৫ জুন বেলুড় মঠ খুললেও গত ২ অগাস্ট ফের বন্ধ হয়ে যায়। তারপর আবার আজ খুলল। তবে বেলুড় মঠ খুললেও দর্শনার্থীদের জন্য থাকছে বেশ কিছু বিধিনিষেধ।
2/9
করোনা মহামারীর জেরে টানা ১৯২ দিন বন্ধ থাকার পর আবার খুলল বেলুড়মঠ। বুধবার থেকে বেলুড়মঠ খুলে গেল দর্শনার্থীদের জন্য।
3/9
তবে মন্দিরে প্রবেশের ক্ষেত্রে ভক্তদের মানতে হবে করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ।
4/9
এই বিধি অনুযায়ী, সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং দুপুর সাড়ে ৩টে থেকে বিকেল সওয়া ৫টা পর্যন্ত মন্দির দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।
5/9
মূল মন্দিরে বসে ধ্যান করা বা আরতি দেখা যাবে না। আপাতত বন্ধ থাকবে প্রসাদ বিতরণ। করোনার জেরে লকডাউনের কারণে গত ২৫ মার্চ প্রথম দফায় বন্ধ হয়েছিল বেলুড় মঠ। তারপর গত ১৫ জুন মঠ খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। ২ অগাস্ট ফের বন্ধ হয়ে যায় মঠ।
6/9
তারপর বুধবার থেকে মঠ খুলে দেওয়া হল পূণ্যার্থীদের জন্য। তবে অতিরিক্ত ভিড় এড়াতে আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজো, ১৫ মার্চ শ্রীরামকৃষ্ণের জন্মতিথি এবং ২১ মার্চ ঠাকুরের জন্মমহোত্সআবের দিন বেলুড় মঠে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না।
7/9
বেলুড়মঠের তরফে জানানো হয়েছে, শ্রীরামকৃষ্ণের মূল মন্দির, শ্রীমায়ের মন্দির, স্বামী ব্রহ্মানন্দের মন্দির ও স্বামীজীর মন্দিরে দর্শনার্থীরা যেতে পারবেন।
8/9
বেলড়মঠ চত্বরে দর্শনার্থীদের প্রবেশ করতে হবে মাস্ক পরে, সারিবদ্ধভাবে, দূরত্ববিধি মেনে।
9/9
মঠে প্রবেশের সময় স্যানিটাইজারের ব্যবহার করতে হবে, থার্মাল চেকিংও হবে। ছবি ও লেখা- সঞ্চয়ন মিত্র