কিন্তু কীভাবে এমন বাড়ির কাছে এল কাঞ্চনজঙ্ঘা? বিশেষজ্ঞরা বলছেন, বেশ কয়েকদিনের বৃষ্টিতে বাতাসে ধূলিকণা কমেছে। এছাড়া লকডাউনের জেরে যানবাহন-কল কারখানা বন্ধ থাকাতে দূষণ কমেইছে! তারই জেরে হাতের কাছে কাঞ্চনজঙ্ঘা!
2/5
ধূপগুড়ি ব্লকের বাসিন্দাদের বক্তব্য এমন দৃশ্য তাঁরা আগে কখনও দেখেননি। রাস্তা, বাড়ির ছাদ এমনকি বাসস্ট্যান্ড থেকেও দেখা যাচ্ছে পাহাড়কন্যাকে!
3/5
দু-তিন দিন ধরেই মেঘমুক্ত আকাশ। পুজোর ছুটিতে কার্শিয়ং হয়েছেন যে পর্যটকরা... হাতে যেন চাঁদ পেয়েছেন তাঁরা!
4/5
হাঁটতে হাঁটতে, কখনও আবার বাড়ির ছাদে কিংবা জানালা দিয়ে উঁকি দিলেই হাজির কাঞ্চনজঙ্ঘা !গত বেশকয়েকদিন ধরেই শিলিগুড়ির আকাশ ঝলমলে। মেঘের ছিঁটেফোঁটা নেই। শিলিগুড়ির গোটা শহরজুড়েই স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা...
5/5
চোখ মেললেই কাঞ্চনজঙ্ঘা! শীতের শুরুতে পাহাড়ে বেড়াতে গেলে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা তো দেখাই যায়! এ আর নতুন কী? কিন্তু কাই বলে শিলিগুড়ি, ধূপগুড়ি বা রায়গঞ্জ থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন?এতটাই উদার হয়ে উঠল পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ শৃঙ্গ!পাহাড় নয় এক্কেবারে সমতল থেকেই ধরা দিল কাঞ্চনজঙ্ঘা!