এক্সপ্লোর
Bengal Lockdown Restrictions: আংশিক লকডাউন আরও কড়া, নতুন নির্দেশিকায় কী কী বদল

Bengal Partial Lockdown Restrictions Full Guidelines CM Mamata Banerjee West Bengal Coronavirus Lockdown in pics
1/10

করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তের জেরে আংশিক লকডাউন আরও কড়া করল রাজ্য সরকার। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে নতুন নির্দেশ।
2/10

বৃহস্পতিবার থেকে রাজ্যে সমস্ত লোকাল ট্রেন বন্ধ রাখা হচ্ছে।
3/10

বদলাচ্ছে বাজার-দোকান খোলা থাকার নিয়ম। সকাল ৭ টা থেকে ১০টা আগের মতোই খোলা থাকলেও দুপুর ৩ থেকে ৫টা বদলে এবার বিকেল ৫টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা থাকবে বাজার-হাট।
4/10

সংখ্যায় অর্ধেক হয়ে যাচ্ছে গণ পরিবহনের বাসের সংখ্যা।
5/10

একইভাবে অর্ধেক করে দেওয়া হচ্ছে মেট্রো সংখ্যাও। বাইরে বেরোনোর ক্ষেত্রে বাধ্যতামূলক মাস্ক পরা।
6/10

ব্যাঙ্কে খোলা থাকার নিয়মেও হচ্ছে বদল। সকাল ১০ টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।
7/10

সরকারি অফিসে ৫০ শতাংশ হাজিরা। বেসরকারি অফিসের ক্ষেত্রে ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফ্রম হোম করাতে হবে।
8/10

এছাড়া গয়নার দোকান বেলা ১২টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত খোলা থাকবে। আগের মতোই মুদিখানা, ওষুধ ও হোম ডেলিভারি আসছে না লকডাউনের আওতায়।
9/10

৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। কোনও জমায়েত করতে নিতে হবে ছাড়পত্র। আগের মতোই রেস্তোরাঁ, বার, স্পা, জিম বন্ধই থাকছে পরবর্তী নির্দেশ না বেরোনো পর্যন্ত।
10/10

বিমানে রাজ্যে আসতে গেলে লাগবে কোভিড নেগেটিভ রিপোর্ট। জরুরী ভিত্তিতে কেউ এলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।
Published at : 05 May 2021 03:45 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
