এক্সপ্লোর
Bharat Jodo Yatra: 'মুছে যাক ঘৃণা, গোলাপের সুঘ্রাণ থাক মনে', দেশ জুড়তে রাহুলের পাশে স্বরা
Rahul Gandhi-Swara Bhaker: রাহুল গান্ধীর 'ভারত জোড়ো যাত্রা'য় একে একে জুড়ছেন তারকারা। নয়া সংযোজন স্বরা ভাস্কর।

'ভারত জোড় যাত্রা'য়।
1/10

তাঁর রাজনৈতিক কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করে দিয়েছেন অনেকেই। আদ্যোপান্তো রাজনৈতিক পরিবার থেকে উঠে এলেও, রাজনীতিটা তাঁকে দিয়ে হবে না, এমন দাবিও শোনা গিয়েছে।
2/10

সব সমালোচনা মাথায় নিয়েই দেশকে একসুতোয় বাঁধতে নেমেছেন রাহুল গান্ধী। কন্যাকুমারী থেকে কাশ্মীর ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে এগোচ্ছেন তিনি।
3/10

শুরুতে এই যাত্রা নিয়েও কম তাচ্ছিল্য উড়ে আসেনি। কিন্তু যত সময় যাচ্ছে, ততই হাত শক্ত হচ্ছে রাহুল গান্ধীর। ঘৃণার বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে যে যাত্রার ডাক দিয়েছেন তিনি, তাতে দলে দলে যোগ দিচ্ছেন মানুষ।
4/10

শুধু সাধারণ মানুষ, কংগ্রেস কর্মী বা সমর্থকেরাই নন, বিনোদন জগতের তাবড় তারকাও রাহুলের পাশে থাকতে এগিয়ে আসছেন। সেই তালিকায় এ বার নয়া সংযোজন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর।
5/10

বৃহস্পতিবার ৮৩তম দিনে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনী দিয়ে এগোয় ‘ভারত জোড়ো যাত্রা’। সেখানে রাহুলের পাশে হাঁটতে দেখা যায় স্বরাকে।
6/10

কংগ্রেসের ট্যুইটার হ্যান্ডল থেকে তো বটেই, স্বরা নিজেও যাত্রার একাধিক ছবি পোস্ট করেছেন। তার মধ্যে একটি ছবিতে তাঁকে রাহুলের হাতে লাল গোলাপের তোড়া তুলে দিতে দেখা গিয়েছে।
7/10

তার ব্যাখ্যা দিয়ে স্বরা জানিয়েছেন, ভিড়ের মধ্যে থেকে একজন রাহুলের হাতে ফুল পৌঁছে দিতে চাইছিলেন। তাঁর হাত থেকে কিছু ফুল নিয়ে তিনি রাহুলের হাতে তুলে দেন মাত্র।
8/10

স্বরা জানিয়েছেন, মানুষের স্বতঃস্ফূর্ততা, ভালবাসা বুঝতে হলে যাত্রায় যোগ দিতে হবে। ঘৃণাকে প্রতিহত করতে হবে সকলে মিলে। দেশের জন্য মাথা উঁচু করে একজোট হয়ে দাঁড়াতে হবে।
9/10

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার পর এ যাবৎ ‘ভারত জোড়ো যাত্রা’য় রাহুলের পাশে দেখা গিয়েছে একাধিক তারকাকে। সেই তালিকায় রয়েছেন পূজা ভট্ট, অমল পালেকর থেকে রশমি দেসাই পর্যন্ত।
10/10

সম্প্রতি মধ্যপ্রদেশেই যাত্রায় রাহুলের সঙ্গী হন তাঁর বোন প্রিয়ঙ্কা গান্ধী বঢরা, প্রিয়ঙ্কার স্বামী রবার্ট বঢরা, ছেলে রায়হান বঢরাও।
Published at : 01 Dec 2022 10:42 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
আইপিএল
মালদা
Advertisement
ট্রেন্ডিং
