এক্সপ্লোর
BJP Foundation Day: প্রতিষ্ঠা দিবস ঘিরে একাধিক কর্মসূচি, সপ্তাহভর 'সামাজিক ন্যায় সপ্তাহ' বিজেপির
PM Narendra Modi: এ দিন বক্তব্য রাখার সময় কেন্দ্রের কাজের পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী
![PM Narendra Modi: এ দিন বক্তব্য রাখার সময় কেন্দ্রের কাজের পাশাপাশি বিরোধীদেরও নিশানা করেন প্রধানমন্ত্রী](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/963f6eda73cc4cb431e309ac23e7c4fb1680771573082385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/10
![ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন বিজেপির।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/924b2dad63738f3134a6c1f5b17b2174a4f02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দিনভর দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন বিজেপির।
2/10
![বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অনুষ্ঠানের সূচনা করেন। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাফল্যের পাশাপাশি মোদির মুখে শোনা যায় কংগ্রেসের কড়া সমালোচনা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/ec13edf616455c04f0cdd1e2f8e8f7f4a6a89.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অনুষ্ঠানের সূচনা করেন। তারপরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপির নেতৃত্বাধীন সরকারের সাফল্যের পাশাপাশি মোদির মুখে শোনা যায় কংগ্রেসের কড়া সমালোচনা।
3/10
![প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এক সপ্তাহধরে কর্মসূচি নিয়েছে বিজেপি। নাম দেওয়া হয়েছে 'সামাজিক ন্যায় সপ্তাহ'। ৬-১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। ১৪ এপ্রিল বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের জন্মদিন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/799bad5a3b514f096e69bbc4a7896cd96b826.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই এক সপ্তাহধরে কর্মসূচি নিয়েছে বিজেপি। নাম দেওয়া হয়েছে 'সামাজিক ন্যায় সপ্তাহ'। ৬-১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। ১৪ এপ্রিল বাবাসাহেব ভীমরাও অম্বেডকরের জন্মদিন।
4/10
![এদিনই হনুমান জয়ন্তী। এদিন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ তুলে আনেন মোদি। ভগবান হনুমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে তার সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। বিজেপি নিঃস্বার্থ ভাবে দেশসেবার বিশ্বাস করে বলে জানান তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/49b2ddbf3757d3254b23f84d18732deb15aff.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এদিনই হনুমান জয়ন্তী। এদিন দলের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সেই প্রসঙ্গ তুলে আনেন মোদি। ভগবান হনুমানের প্রসঙ্গ তুলে বিজেপিকে তার সঙ্গে তুলনা করেন প্রধানমন্ত্রী। বিজেপি নিঃস্বার্থ ভাবে দেশসেবার বিশ্বাস করে বলে জানান তিনি।
5/10
![এছাড়াও তিনি বলেন , 'ভারত এখন আগের থেকে অনেক বেশি সক্ষম। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি' । দলের প্রতিষ্ঠা দিবসে তিনি তুলে ধরেন দলের সুশাসনের কথা । বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/8b4da576650e5a5597cf6d37ded31724e6e3f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এছাড়াও তিনি বলেন , 'ভারত এখন আগের থেকে অনেক বেশি সক্ষম। 'দেশ বিপুল ক্ষমতার অধিকারী হলেও ২০১৪-র আগে তার ব্যবহার হয়নি' । দলের প্রতিষ্ঠা দিবসে তিনি তুলে ধরেন দলের সুশাসনের কথা । বলেন, 'সুশাসনের জন্য প্রয়োজনে বিজেপি কঠোর হতেও পিছপা হয় না। বিজেপি সেই দল, যার কাছে দেশই সর্বপ্রথম'
6/10
![নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে এদিন সকালে দলের পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন জেপি নাড্ডা। তিনি আরও জানান যে, বিজেপি সমর্থকদের পরিশ্রমের ফল মিলবে ২০২৪ সালে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। এদিন দলীয় অফিসে হাতে তুলিও তুলে নিতে দেখা যায় জেপি নাড্ডাকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/7489e85740fc8513433f3dec82d8f1ebddb57.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নয়া দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় অফিসে এদিন সকালে দলের পতাকা তুলে অনুষ্ঠানের সূচনা করেন জেপি নাড্ডা। তিনি আরও জানান যে, বিজেপি সমর্থকদের পরিশ্রমের ফল মিলবে ২০২৪ সালে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। এদিন দলীয় অফিসে হাতে তুলিও তুলে নিতে দেখা যায় জেপি নাড্ডাকে।
7/10
![২০২৪ এর লোকসভা ভোটের প্রসঙ্গ উঠে আসে মোদির ভাষণেও। তিনি জানান, অনেকেই মনে করেন যে ২০২৪ সালে বিজেপিকে হারাতে পারবে না কেউ। যা সত্য বলেই মনে করেন তিনি। তবে শুধু নির্বাচনে জয় নয়, দেশের সব বাসিন্দার হৃদয় জেতার বার্তা দেন তিনি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/de7c50953fd75958a0fb2aee3fcd941c4e874.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
২০২৪ এর লোকসভা ভোটের প্রসঙ্গ উঠে আসে মোদির ভাষণেও। তিনি জানান, অনেকেই মনে করেন যে ২০২৪ সালে বিজেপিকে হারাতে পারবে না কেউ। যা সত্য বলেই মনে করেন তিনি। তবে শুধু নির্বাচনে জয় নয়, দেশের সব বাসিন্দার হৃদয় জেতার বার্তা দেন তিনি।
8/10
![মোদির ভাষণে উঠে এসেছে ৩৭০ ধারা লুপ্ত করার প্রসঙ্গও। যা কেউ কখনও ভাবতে পারেনি, তা বিজেপি করে দেখিয়েছে। সেই কারণেই বিরোধীরা বিজেপিকে সহ্য করতে পারে না বলে জানান মোদি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/1267d17f893deb5006432deeaa0f3625e9a72.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মোদির ভাষণে উঠে এসেছে ৩৭০ ধারা লুপ্ত করার প্রসঙ্গও। যা কেউ কখনও ভাবতে পারেনি, তা বিজেপি করে দেখিয়েছে। সেই কারণেই বিরোধীরা বিজেপিকে সহ্য করতে পারে না বলে জানান মোদি।
9/10
![দলের ইতিহাস এবং কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজের প্রচার করার জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/a555e0f5eb72ccfa7bb3470d632ce411846b1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দলের ইতিহাস এবং কেন্দ্রীয় সরকারের যাবতীয় কাজের প্রচার করার জন্য বিজেপি কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে সেমিনার ও আলোচনা সভা আয়োজন করতে।
10/10
![১১ এপ্রিল দলিত অধিকার আন্দোলনের নেত্রী জ্য়োতিবা ফুলের জন্মদিন। সেই দিনটিকে সামনে রেখে বিজেপির ওবিসি মোর্চাকে দলের তৃণমূল স্তরে স্বাস্থ্যশিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/1178ada6bc4de670e5493f2b9ddba0172d4b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
১১ এপ্রিল দলিত অধিকার আন্দোলনের নেত্রী জ্য়োতিবা ফুলের জন্মদিন। সেই দিনটিকে সামনে রেখে বিজেপির ওবিসি মোর্চাকে দলের তৃণমূল স্তরে স্বাস্থ্যশিবির আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।
Published at : 06 Apr 2023 02:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)