এক্সপ্লোর
Cyclone Freddy: মনুষ্যঘটিত বিপর্যয়! আফ্রিকায় একমাস ধরে তাণ্ডব ‘ফ্রেডি’র, লক্ষ লক্ষ মানুষ গৃহহীন, নিহত ৫০০
Climate Change: মনুষ্যঘটিত বিপর্যয়েই এমন অবস্থা, দাবি বিজ্ঞানীদের। প্রবল ঘূর্ণিঝড়ে মাস ধরে যুঝছে আফ্রিকার তিন দেশ।
ছবি: ইউনিসেফ।
1/10

গ্রীষ্মের আগে বৃষ্টিতে ভিজছে বাংলা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় বাড়ির বাইরে পা রাখতেই চাইছে না মন। পৃথিবীর অন্য প্রান্তে আরও ভয়ঙ্কর অবস্থা। প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত ছিন্নভিন্ন আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ অঞ্চল।
2/10

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় রয়েছে মালাওয়ি, মোজাম্বিক এবং মাদাগাস্কার। দীর্ঘমেয়াদী ঘূর্ণিঝড় ‘ফ্রেডি’ সবকিছু লন্ডভন্ড করে দিয়েছে সেখানে।
Published at : 20 Mar 2023 12:25 AM (IST)
আরও দেখুন






















