এক্সপ্লোর
Cyclone Mandous : মান্দাস মোকাবিলায় জরুরি বৈঠক তামিলনাড়ুতে, উড়ান বাতিল; প্রয়োজন ছাড়া বাইরে বেরোনো নিষেধ !
মান্দাস নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এটি একটি আরবি শব্দ। যার অর্থ ট্রেজার বক্স
মান্দাস-মোকাবিলায় তৎপরতা
1/10

আজ রাতেই আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় মান্দাস। চেন্নাই উপকূল বরাবর ঘণ্টায় ৮৫ কিলোমিটার বেগে মধ্যরাতে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
2/10

এই পরিস্থিতিতে খারাপ আবহাওয়ার কারণে চেন্নাই বিমানবন্দর থেকে ১৬টি উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে তিনটি আন্তর্জাতিক উড়ান রয়েছে।
3/10

চেন্নাই বিমানবন্দরের তরফে ট্যুইট করে লেখা হয়েছে, পরবর্তী আপডেটের জন্য সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করুন।
4/10

এদিকে ঘূর্ণিঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। গভীরতার মাপকাঠিতে এটিকে তীব্র ঘূর্ণিঝড়ের আওতায় রাখা হচ্ছে। যা চতুর্থ সর্বোচ্চ।
5/10

সবথেকে মারাত্মক ঘূর্ণিঝড়কে সুপার সাইক্লোন স্টর্মের আওতায় রাখা হয়। যার গতিবেগ ঘণ্টায় ২২২ কিলোমিটার।
6/10

গ্রেটার চেন্নাই পুলিশের তরফে খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। আজ সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত পর্যন্ত এই সতর্ক মানার কথা বলা হয়েছে।
7/10

কিছু এলাকায় জল জমে যাওয়ার কারণে বাস পরিষেবায় বিঘ্ন ঘটে। একাধিক জেলায় স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে।
8/10

এদিকে আপদকালীন পরিস্থিতির কথা মাথায় রেখে উদ্ধারকাজের জন্য- নৌকা, হাই-ভোল্টেজ মোটর, সাকার মেশিন ও কোনও কিছু কাটার যন্ত্র তৈরি রাখা হয়েছে।
9/10

মান্দাসের প্রভাব পড়তে পারে প্রতিবেশী অন্ধ্রপ্রদেশেও। আবহাওয়া দফতরের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে এই ঘূর্ণিঝড় । পরে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি এবং সংযোগ দক্ষিণ অন্ধ্রপ্রদেশে উপকূল বরাবর মধ্যরাতে অতিক্রম করবে।
10/10

মান্দাস নামটি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। এটি একটি আরবি শব্দ। যার অর্থ ট্রেজার বক্স।
Published at : 09 Dec 2022 07:34 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























