এক্সপ্লোর
Durga Pujo 2023: ৯৬ বছরে প্রথমবার দুর্গাপুজো দিল্লির রামকৃষ্ণ মিশনে, উপচে পড়ল ভক্তদের ভিড়
Delhi RKM Durga Puja: ১৯২৭ সালে, দিল্লিতে পথ চলা শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের। ৯৬ বছরে, প্রথমবার দুর্গাপুজো হল এখানে।

৯৬ বছরে প্রথমবার দুর্গাপুজো দিল্লির রামকৃষ্ণ মিশনে, উপচে পড়ল ভক্তদের ভিড়
1/10

অনুমতি মিলেছে বেলুড় মঠের (Belur Math)। ৯৬ বছরে দিল্লির রামকৃষ্ণ মিশনে প্রথমবার হচ্ছে দুর্গাপুজো (Durga Puja 2023)।
2/10

প্রথম বারেই মানুষের মধ্যে মিলেছে ভাল সাড়া। ১৯২৭ সালে, দিল্লিতে পথ চলা শুরু হয়েছিল রামকৃষ্ণ মিশনের। কিন্তু ৯৬ বছরে, প্রথমবার দুর্গাপুজো হল এখানে।
3/10

এক চালার প্রতিমা। অষ্টমীতে ভক্তিভরে হল সন্ধ্যারতি। দিল্লি রামকৃষ্ণ মিশন প্রধান স্বামী সর্বলোকানন্দ জানিয়েছেন, ৯৬ বছর পর এই প্রথম দুর্গা প্রতিমার পুজো করা হচ্ছে
4/10

অনেক দিন আগে থেকেই চেষ্টা চলছিল, যে দিল্লির রামকৃষ্ণ মিশনের মতো সেন্টারে দুর্গাপুজো হওয়া উচিত। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, জানিয়েছেন দিল্লি রামকৃষ্ণ মিশন প্রধান।
5/10

অনেক দিন আগে থেকেই চেষ্টা চলছিল, যে দিল্লির রামকৃষ্ণ মিশনের মতো সেন্টারে দুর্গাপুজো হওয়া উচিত। বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি, বলেন তিনি।
6/10

স্বামী সর্বলোকানন্দ জানিয়েছেন, এবছর আমরা উদ্যোগ নিলাম এবং বেলুড় মঠ থেকে অনুমতিও পেলাম। সেই জন্য এই বছর থেকে দুর্গাপ্রতিমায় পুজো করা শুরু হয়ে গেল।
7/10

লোক সমাগম প্রথম দিন ২৫০০, তবু অনেকে জানেন না প্রথমবার বলে। আমরা আশাও করিনি। প্রায় ৬৫০০, সবাই প্রসাদও পেয়েছে, দাবি তাঁর।
8/10

এবছরের মতো আগামী বছরগুলিতেও এভাবে দুর্গাপুজো হোক দিল্লির রামকৃষ্ণ মিশনে। চাইছেন ভক্তরাও।
9/10

অপরদিকে, চলতি বছরে বেলুড় মঠে ১২৩ তম দুর্গাপুজো হচ্ছে। ১৯০১ সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেছিলেন। সেই থেকেই নিষ্ঠার সহিত মানা হয় বিধি।
10/10

জন্মষ্টমীর দিন কাঠামো পুজো হয় বেলুড় মঠে। চলতি বছরেও তার অন্যথা হয়নি। গত ৭ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে কাঠামো পুজো হয়েছে বরাবরের রীতি মেনেই।
Published at : 23 Oct 2023 10:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
