এক্সপ্লোর
Hidimbaa and Bheema: মহীয়সী রমণী, ভীমজায়া বীরপুত্রের জননীও, শুধুমাত্র রাক্ষসকুলে জন্ম বলেই মহাভারতে উপেক্ষিত হিড়িম্বা!
Mahabharat Stories: ভীমের প্রথম স্ত্রী তিনি। ঘটোৎকচের মা। তা-ও পাণ্ডবকুলে জায়গা হয়নি। জীবনের অধিকাংশ নিঃসঙ্গই কেটেছে হিড়িম্বার
ছবি: রাজা রবি বর্মার অঙ্কণ।
1/10

মূলত রাজনৈতিক রচনা বলেই গন্য হয় ‘মহাভারত’। তবে সমাজ, দর্শন, প্রেম, বিয়ের, পরকীয়া, সবকিছুরই মিশেল রয়েছে এই মহাকাব্যে। মহাভারতের প্রেমকাহিনির কথা ধরলে একাধিক আখ্যান উঠে আসে। সেই আখ্যানের তালিকায় রয়েছে কৃষ্ণ-রুক্মিনী, গঙ্গা-শান্তনু, অর্জুন-উলুপি, অর্জুন-সুভদ্রা, দ্রৌপদী-পঞ্চপাণ্ডব, গান্ধারী-ধৃতরাষ্ট্র, পরাশর ঋষি-সত্যবতী, অর্জুন-চিত্রাঙ্গদা, শান্তনু-সত্যবতী, হিড়িম্বা-ভীমের প্রেমকাহিনি।
2/10

এর মধ্যে আলাদা করে হিড়িম্বা এবং ভীমের প্রেমকাহিনীর কথা বলতেই হয়। কারণ রাক্ষসী হিড়িম্বার সঙ্গে ভীমের সম্পর্ক নানা ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে। ভীমের প্রথমা স্ত্রী হয়েও উপেক্ষিতই রয়ে গিয়েছেন হিড়িম্বা।
Published at : 20 Jul 2023 04:55 PM (IST)
আরও দেখুন






















