এক্সপ্লোর
G20 Summit: রাজঘাটে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রনেতাদের, খালি পায়ে মোদি-সুনক
Rajghat: জো বাইডেনকে সঙ্গে করে নিয়ে আসতে দেখা যায় নরেন্দ্র মোদিকে।
নিজস্ব চিত্র
1/9

নয়া দিল্লিতে হয়ে গেল G20 সম্মেলন। সম্মেলনের শেষদিনে দিল্লিতে রাজঘাটে মহাত্মা গাঁধীর স্মৃতিবেদিতে সম্মান জ্ঞাপন করলেন নানা দেশের রাষ্ট্রপ্রধানরা।
2/9

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি শ্রদ্ধাজ্ঞাপন করেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ বাকি সবাই।
3/9

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তইপ আর্দোয়ান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুতারেস, বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, WHO প্রধান টেড্রস অ্যাডানমও এদিন সম্মান জানান রাজঘাটে।
4/9

স্মৃতিবেদির চারপাশে সবাই একসঙ্গে দাঁড়িয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। প্রত্যেক রাষ্ট্রনেতাদের নাম করে ফুলের স্তবক ছিল।
5/9

বেশ কিছু নীরবতা পালন করে প্রার্থনা করে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। ফুলের মালায় সাজানো হয়েছিল রাজঘাট।
6/9

জি ২০-র মঞ্চে প্রধানমন্ত্রীর নেমপ্লেটের পর রাজঘাটে মোদির পুষ্পার্ঘ্যতেও ইন্ডিয়ার বদলে ভারত। লেখা হল, 'প্রাইম মিনিস্টার অফ দ্য রিপাবলিক অফ ভারত। 'রিপাবলিক অফ ইন্ডিয়া' নয়, 'রিপাবলিক অফ ভারতে'র প্রধানমন্ত্রীর তরফে পুষ্পার্ঘ্য।
7/9

রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রনেতাদের। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানান নরেন্দ্র মোদি।
8/9

জো বাইডেনকে সঙ্গে করে নিয়ে আসতে দেখা যায় নরেন্দ্র মোদিকে। তাঁদের সঙ্গেই ছিলেন বাকি দেশের রাষ্ট্রপ্রধানরাও। হাঁটতে হাঁটতে মোদি ও বাইডেনকে আলাপচারিতায় মগ্ন হতেও দেখা যায়।
9/9

রাজঘাট থেকে ফেরার সময় ঋষি সুনককে দেখা যায় মোদির সঙ্গে কথা বলতে। পাশাপাশি একসঙ্গে হেঁটে আসেন মোদি, বাইডেন, সুনক।
Published at : 10 Sep 2023 12:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























