এক্সপ্লোর
Delhi Heavy Rains: রাতভর বৃষ্টিতে বানভাসি দিল্লি, গাছ-বাতিস্তম্ভ উপড়ে অবরুদ্ধ রাস্তা, উড়ানেও বাধা, একধাক্কায় নামল তাপমাত্রা
Delhi Flooding: তছনছ রাজধানীর বিস্তীর্ণ এলাকা। ছবি: পিটিআই।
ছবি: পিটিআই।
1/10

আগে থেকেই লাল সতর্কতা জারি হয়েছিল। সেই মতোই দুর্যোগ নামল রাজধানী দিল্লিতে। ভারী বৃষ্টির সঙ্গে প্রবল ঝড়। আর তাতেই তছনছ হল রাজধানী। প্রবল বৃষ্টিতে তাপমাত্রাও একধাক্কায় ২২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এল।
2/10

শনিবার রাত ১১.৩০টা নাগাদ বৃষ্টি শুরু হয় দিল্লিতে। রবিবার ভোর ৫.৩০টা পর্যন্ত একনাগাড়ে বৃষ্টি চলে। ছ’ঘণ্টায় ৮১.২ মিলিমিটার বৃষ্টি হয়েছে দিল্লিতে।
3/10

সেই সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঘণ্টায় প্রায় ৮২ কিলোমিটার গতিবেগ ছিল ঝোড়ো হাওয়ার।
4/10

প্রবল ঝড়ে দিল্লিতে জায়গায় জায়গায় গাছ ভেঙে পড়েছে। কোথাও পেভমেন্টের উপরই গাছ ভেঙে পড়েছে। কোথাও আবার গাছ পড়ে অবরুদ্ধ হয়ে গিয়েছে রাস্তা।
5/10

ঝড়ের প্রকোপে বাতিস্তম্ভ ভেঙে পড়ার ঘটনাও সামনে এসেছে। এমনকি বেলা বাড়লেও ভেঙে পড়া বাতিস্তম্ভ সরানো হয়নি। তার পাশ দিয়েই হেঁটে, সাইকেলে চেপে যেতে দেখা যায় সাধারণ মানুষকে।
6/10

দুর্যোগের জেরে প্রভাবিত হয়েছে দিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিষেবাও। বেশ কিছু বিমান নামতেই পারেনি সেখানে। ঘুরিয়ে অন্যত্র নিয়ে যেতে হয়।
7/10

এদিন সকালেও পরিস্থিতির উন্নতি হয়নি। প্রায় ১০০ বিমানের সময়সূচি পিছিয়ে গিয়েছে। অন্তত ৪৬ মিনিট দেরিতে বিমান ছাড়ছে বলে খবর।
8/10

মোতি বাগ, মিন্টো রোড, দিল্লি ক্যান্টনমেন্ট, দীনদয়াল উপাধ্যায় মার্গের মতো এলকায় সবচেয়ে বেশি জল জমেছে, যা পেরোতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের।
9/10

এক জায়গায় জলে প্রায় ডুবে থাকতে দেখা যায় গাড়িকে। জলের মধ্যে সারি দিয়ে গাড়ি-বাস দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। সেই জল ঠেলেই বিপদের ঝুঁকি নিয়ে এগোতে থাকেন কেউ কেউ।
10/10

এবছর নির্ধারিত সময়ের আগেই দেশে বর্ষা প্রবেশ করেছে। সেই নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল। তা সত্ত্বেও ক্ষয়ক্ষতি এড়ানো গেল না দিল্লিতে। একরাত্রে বৃষ্টিতেই তছনছ হল রাজধানীর বিস্তীর্ণ এলাকা।
Published at : 25 May 2025 12:41 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























