এক্সপ্লোর
PM Surya Ghar Muft Bijli Yojana: প্রধানমন্ত্রী সূর্য ঘর বিনামূল্যে বিদ্যুৎ যোজনা কারা পাবেন? আর কী কী সুবিধা
PM Surya Ghar Muft Bijli Yojana: পিএম সূর্য ঘর মুফ্ত বিজলি যোজনা নামে প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষকে বিকল্প শক্তির প্রতি নির্ভরশীল হওয়ার জন্য উৎসাহিত করতেই চাইছে কেন্দ্রীয় সরকার।

সোলার প্যানেল (ছবি সৌজন্য-পিটিআই)
1/9

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২৪-২৫ সালের বাজেটে নতুন রুপটপ সোলার প্রকল্পের কথা ঘোষণা করার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ১৫ ফেব্রুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পের মাধ্যমে যা নিজেদের বাড়িতে সোলার প্যানেল লাগাবেন তাঁদের আর্থিক ভর্তুকি দেবে কেন্দ্র। পাশাপাশি সাধারণ মানুষের উপর যাতে আর্থিক বোঝা না চাপে তার জন্য দেওয়া হবে ঋণও। (ছবি সৌজন্য-পিক্সাবে)
2/9

সরকারের তরফে জানানো হয়েছে, গরিব ও মধ্যবিত্ত মানুষরাই এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। রুফটপ সোলার প্যানেল ইনস্টল করতে যা খরচ হবে তার ৪০ শতাংশ ভর্তুকি দেবে কেন্দ্রীয় সরকার। (ছবি সৌজন্য-পিক্সাবে)
3/9

এই প্রকল্পের ফলে দেশের গরিব ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের বছরে মোট ১৫ হাজার থেকে ১৮ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। কারণ তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে সোলার বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। সেই সঙ্গে অতিরিক্ত বিদ্যুৎ বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাগুলিকে বিক্রিও করতে পারবেন।(ছবি সৌজন্য-পিক্সাবে)
4/9

কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রী মোদি এবিষয়ে জানান, সরকারের লক্ষ্য হল এই রুফটপ প্রকল্পের অধীনে দেশজুড়ে এক কোটি বাড়িতে সোলার প্যানেল লাগানো। আর এই প্রকল্পের সাহায্যে সরকার প্রতিবছর বিদ্যুতের খরচ বাঁচাবে ৭৫ হাজার কোটি টাকা। ((ছবি সৌজন্য-পিক্সাবে)
5/9

বাড়ির ছাদে লাগানো এই রুফটপ সোলার যোজনার মাধ্যমে একটি কোটি বাড়িতে প্রতিমাসে ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর উদ্দেশ্য হল সৌরশক্তিকে ব্যবহার করে বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করার মধ্যে দিয়ে বিদ্যুতের খরচ কমানো।(ছবি সৌজন্য-পিক্সাবে)
6/9

নতুন এই রুফটপ প্রকল্পের সাহায্যে চিরাচরিত শক্তির উপর থেকে নির্ভরশীলতা কমাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে সাধারণ মানুষকে বিকল্প শক্তি ব্যবহারে অভ্যস্ত করতে চাইছে।(ছবি সৌজন্য-পিক্সাবে)
7/9

এই প্রকল্পে বিনামূল্যে সৌরশক্তি ব্যবহারের ফলে প্রতিবছর ১৫ হাজার থেকে ১৮ হাজার কোটি টাকা বাঁচানো যেমন সম্ভব হবে তেমনি ইলেকট্রিক গাড়িগুলিকে চার্জ দেওয়ার জন্য সরবরাহকারী সংস্থাগুলিতে বিদ্যুৎ বিক্রিও করতে পারবেন সাধারণ মানুষ। (ছবি সৌজন্য-পিটিআই)
8/9

এই প্রকল্পের ফলে অনেকে নতুন ব্যবসাও শুরু করতে পারবেন। অনেক নতুন নতুন ভেন্ডার তৈরি হবে সোলার প্যানেল সরবরাহ ও ইনস্টলেশনের কাজের জন্য। কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে যুব সম্প্রদায়ের জন্য। পাশাপাশি অপ্রচলিত শক্তির ব্যবহারও অনেক গুণে বাড়বে। (ছবি সৌজন্য-পিটিআই)
9/9

এই রুফটপ প্রকল্পে আবেদন করার জন্য কেন্দ্রের পোর্টালে গিয়ে এর আবেদন করতে হবে। সঙ্গে লাগবে বাডির মালিকানাসত্ব ও বিদ্যুতের বিল সহ কিছু প্রয়োজনীয় কাগজ। (ছবি সৌজন্য-পিটিআই)
Published at : 05 May 2024 12:16 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
