এক্সপ্লোর
Rahul Gandhi: সংসদে কামব্যাক রাহুলে, মল্লিকার্জুনকে লাড্ডু খাওয়ালেন অধীর, বর্ণময় উচ্ছ্বাসের ছবি
Rahul Gandhi News: আজই সংসদে কামব্যাক রাহুল গাঁধীর। প্রায় ৪ মাস পর সংসদে ফিরছেন কংগ্রেস সাংসদ।
ফাইল ছবি
1/10

আজই সংসদে কামব্যাক রাহুল গাঁধী। প্রায় ৪ মাস পর সংসদে ফিরছেন কংগ্রেস সাংসদ।
2/10

রাহুল গাঁধী সাংসদ পদ ফিরে পাওয়ার খবরে উৎসবের মেজাজে কংগ্রেস কর্মীরা।
3/10

দিল্লির ১০ নম্বর জনপথে, সনিয়া গাঁধীর বাসভবনের বাইরে ধরা পড়ল বর্ণময় উচ্ছ্বাসের ছবি।
4/10

রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রঙিন পোশাকে সেজে চলছে নাচ-গান, লাড্ডু।
5/10

কংগ্রেস দফতরে উৎসবের মেজাজ। চলছে মিষ্টিমুখ। মল্লিকার্জুনকে লাড্ডু খাওয়ালেন অধীর।
6/10

কংগ্রেস নেতা সাংসদ পদ ফিরে পাওয়ায় সেলিব্রেশন বিরোধী জোটের I.N.D.I.A –র। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মিষ্টি খাওয়ালে মল্লিকার্জুন খাড়গে।
7/10

কাল থেকে সংসদে শুরু হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। তার আগেই সংসদে ফিরছেন কেরলের ওয়েনাডের কংগ্রেস সাংসদ।
8/10

মোদি-পদবি বিতর্কে মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাত আদালত।
9/10

২৪ মার্চ, খারিজ হয় রাহুলের সাংসদ পদ। এরপর গুজরাত হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে।
10/10

সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফিরে পান সাংসদ পদ।
Published at : 07 Aug 2023 11:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























