এক্সপ্লোর
Mamata E Scooter Pics: বাড়ির পথে ই-স্কুটারে চালকের আসনে মমতা
বিকেলে সবাইকে চমকে নিজেই স্কুটারের চালকের আসনে বসেন
1/5

ভারতে ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। ইতিমধ্যেই তা সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। তার ওপর গতকাল মধ্যরাত থেকে রান্নার গ্যাসের দামও সিলিন্ডারপ্রতি ২৫ টাকা বেড়েছে। এই ভাবে মোদি সরকারের আমলে জ্বালানির দাম বৃদ্ধির কারণে অভিনব উপায়ে প্রতিবাদ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
2/5

সকালে সওয়ারি। বিকেলে চালক। গত দশ বছর ধরে, রাজ্য প্রশাসনে চালকের আসনে তিনি। এবার ই-স্কুটারেও চালকের আসনে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটারে চড়ে নবান্নে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তখন স্কুটার চালাচ্ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বিকেলে সবাইকে চমকে নিজেই স্কুটারের চালকের আসনে বসে, নবান্ন থেকে বেরোন মুখ্যমন্ত্রী। আশপাশ থেকে ই স্কুটার ধরে ছিলেন নিরাপত্তারক্ষীরা ফেরার পথে।
Published at : 25 Feb 2021 06:46 PM (IST)
আরও দেখুন






















