এক্সপ্লোর
Mother's Day 2023: যাঁর আঁচলের তলায় সব বিপদ থেমে যায়...আজ মাতৃদিবস
Mother's Day Facts:বিশ্বে ৫০টিরও বেশি দেশে মাতৃদিবস পালন করা হয়ে থাকে। কিন্তু সব দেশে একই দিনে মাতৃদিবস পালন করা হয় না।
নিজস্ব চিত্র
1/10

যাঁর স্নেহচ্ছায়ায় ছোট থেকে বড় হয়ে ওঠা আজ তাঁরই দিন। বড় হওয়ার পরেও আজীবন যাঁর কাছে নির্দ্বিধায় সব আবদার করা যায়, যাঁর উপর সব রাগ দেখানো যায়। আজ তাঁরই দিন। আজ মাতৃদিবস।
2/10

যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই দেনা পাওনা বা কোনও না কোনও চাহিদা লুকিয়ে থাকে। কিন্তু মা ও সন্তানের সম্পর্ক সবকিছুর ঊর্ধ্বে। এই সম্পর্কের উদযাপন হয়তো প্রতিদিনই হয়।
Published at : 14 May 2023 11:55 AM (IST)
আরও দেখুন






















