এক্সপ্লোর
Sonam Wangchuk: বক্তব্যে বাধা, অনশনেও শর্ত আরোপ! বিস্ফোরক অভিযোগ সোনম ওয়াংচুকের
Ladakh: সোনম ওয়াংচুকের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে লাদাখ পুলিশ।
নিজস্ব চিত্র
1/10

গৃহবন্দি করে রাখার অভিযোগ লাদাখের পরিবেশ আন্দোলনকর্মী এবং সমাজসেবক সোনম ওয়াংচুককে। তাঁরই তৈরি করা প্রতিষ্ঠানে গৃহবন্দি রাখার অভিযোগ তুললেন সোনম। পাশাপাশি তাঁকে একটি বন্ড সই করতেও বলা হয়েছে বলে একটি ভিডিও বার্তায় জানিয়েছেন সোনম। একাধিক শর্তও আরোপ করা হয়েছে বলে দাবি তাঁর।
2/10

যদিও সেই অভিযোগ অস্বীকার করে পুলিশ দাবি করেছে, তাঁকে শুধুমাত্র খারদুংলাতে ৫দিনের অনশনে বাধা দেওয়া হয়েছে।
Published at : 30 Jan 2023 11:44 AM (IST)
আরও দেখুন






















