এক্সপ্লোর
Modi On Independence Day 2025 : ৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর জন্য কী বার্তা প্রধানমন্ত্রীর ?
Independence Day 2025: আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ, কী বার্তা প্রধানমন্ত্রীর ?
৭৯ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে দেশবাসীর জন্য কী বার্তা প্রধানমন্ত্রীর ?
1/11

আজ ৭৯ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লিতে কড়া নিরাপত্তা।দিল্লিসহ বেশ কয়েকটি জায়গায় আঁটসাঁট নিরাপত্তা।
2/11

প্রথমে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন, তারপর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
3/11

লালকেল্লার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার। এরপর ২১ বার তোপধ্বনি ও পতাকা উত্তোলন করা হবে।
4/11

স্বাধীনতা দিবসের ৭৮ বছর পূর্তিতে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর। 'দেশের উন্নয়নে কোনও সমঝোতা নয়', লালকেল্লা থেকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর।
5/11

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'শত্রুদের কল্পনাতীত সাজা দিয়েছে ভারতীয় সেনা। ধর্ম জেনে বেছে বেছে স্ত্রী, সন্তানের সামনে খুন করেছিল জঙ্গিরা। ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে সেনারা।'
6/11

মোদি বলেন, আমাদের দেশ দীর্ঘ বহু বছর ধরে সন্ত্রাসকে সহ্য করে এসেছে। ..তবে এখন সন্ত্রাস এবং সন্ত্রাসবাদীদের লালন-পালনকারীদের, আমরা এবার আলাদা আলাদা মোটেই ভাবব না। ওরা মানবতার বিরুদ্ধে শত্রু। তাঁদের মধ্যে কোনও ফারাক'
7/11

'রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না', সিন্ধু চুক্তি স্থগিত রাখা নিয়ে নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা প্রধানমন্ত্রীর, 'সিন্ধু জলচুক্তিতে উপকৃত হয়েছে পড়শি দেশ, ক্ষতি হয়েছে ভারতের, এই চুক্তি দুর্ভাগ্যপূর্ণ'
8/11

'৫০ বছর আগেই ভারতে সেমি কন্ডাক্টর কারখানা হওয়ার কথা ছিল, আটকে ছিল ফাইল', গরিবি হটানোর স্লোগান অতীতে শুনে ক্লান্ত হয়ে গেছিল দেশ, কাজে কিছুই হয়নি,'আমাদের আমলে ২৫ কোটি গরিব, দারিদ্ররেখা থেকে উপরে উঠেছেন', দাবি তোলেন মোদি।
9/11

'মেড ইন ইন্ডিয়ার প্রমাণ অপারেশন সিঁদুর। ভারতে তৈরি অস্ত্রেই কামাল করেছে ভারতীয় সেনা। শত্রুপক্ষকে অকল্পনীয় শাস্তি দিয়েছে সেনা', বলেন প্রধানমন্ত্রী।
10/11

এদিন তিনি আরও বলেন,'পরমাণু শক্তি উৎপাদনের ক্ষেত্রেও বড় পদক্ষেপ নিচ্ছে ভারত। সৌর শক্তি উৎপাদন ১১ গুণ বাড়িয়েছে ভারত। মহাকাশে স্পেস স্টেশন তৈরি করবে ভারত'
11/11

মোদি সট-জিএসটি সংস্কার হবে, কমবে হার, উপকৃত হবে দেশবাসী, দেশবাসীর জন্য আসছে দেওয়ালির উপহার, ঘোষণা প্রধানমন্ত্রীর। দীপাবলির আগে 'জিএসটি উপহার'
Published at : 15 Aug 2025 11:27 AM (IST)
Tags :
Pm Modi Live Independence Day LIVE Delhi News Pm Modi India Independence Day Happy Independence Day Independence Day Parade Independence Day Parade Live Independence Day Har Ghar Tiranga India Independence Day Celebration Parade Today Live Independence Day 2025 79th Independence Day Parade Live Parade Delhi Live Delhi Live Happy Independence Day News Modi Live News Modi Speech Modi Speech Today Modi Speech Latest Todayআরও দেখুন
Advertisement
Advertisement























