এক্সপ্লোর
Assam Floods: জল থই থই লকআপের পাশে বসেই কাজ পুলিশের, অসমে বন্যায় মৃত ২৭, ক্ষতিগ্রস্ত ৫.৮০ লক্ষ

বন্যায় বিপর্যস্ত অসম।
1/10

এমনিতেই দুর্ভোগের শেষ নেই। তার মধ্যে ফের ভারী বৃষ্টি। তাতে নতুন করে বিপর্যয় অসমে। হড়পা বানে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা।
2/10

গ্রামের অঞ্চল তো বটেই, নতুন করে বৃষ্টিতে গুয়াহাটি শহর জলমগ্ন হয়ে পড়েছে। জল ঢুকে গিয়েছে সরকারি দফতর, স্কুল-কলেজের ক্যাম্পাসে। নর্দমা উপচে হাঁটু পর্যন্ত শহরের পাকা রাস্তায়।
3/10

গীতানগর, হাতিগাঁও, চাঁদমারি, জু রোড-সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। সেই জল ঠেলেই চলছে যাতায়াত। এমনকি গীতানগর থানার মধ্যেও জল ঢুকে গিয়েছে। জল থই থই লকআপের পাশে বসে কাজ করছে দেখা গিয়েছে পুলিশকে।
4/10

টানা ভারী বৃষ্টিতে এমনিতেই ভয়ঙ্কর অবস্থা অসমের। জায়গায় জায়গায় ধস নেমেছে। ঘরছাড়া কয়েক লক্ষ মানুষ। কেউ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবিরে, কেউ আবার রেললাইনেই ত্রিপল খাটিয়ে রয়েছেন।
5/10

এখনও পর্যন্ত বন্যায় অসমে ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। ১৮টি জেলার বহু গ্রামই কার্যত জলের নীচে চলে গিয়েছে। কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান।
6/10

এ বছর বন্যায় অসমে ৫ লক্ষ ৮০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর মধ্যে শিশুর সংখ্যা ১ লক্ষ ১৫ হাজার ২০৮। রাজ্যের ৩৪টি জেলার মধ্যে ১৮টি জেলা ক্ষতিগ্রস্ত। ১ হাজার ৩৭৪টি গ্রাম জলমগ্ন।
7/10

মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরোন। হাফলং, ডিমা হাসাও, সরকারি বাগানে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন তিনি। দ্রুত এলাকার যোগাযোগ ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন তিনি।
8/10

সরকারি আধিকারিকদের সঙ্গেও বৈঠক করেন হিমন্ত। ক্ষয়ক্ষতির বিশদ খতিয়ান চেয়ে পাঠিয়েছেন। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করে আনার আর্জি জানিয়েছেন।
9/10

তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এখনই বন্যা পরিস্থিতি থেকে রেহাই নেই অসমের। আগামী কয়েক দিন বৃষ্টিপাত চলবে বলেই জানিয়েছে তারা। অসম-সহ করে উত্তর-পূর্ব ভারতের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
10/10

জল থই থই লকআপের পাশে বসেই কাজ পুলিশের, অসমে বন্যায় মৃত ২৭, ক্ষতিগ্রস্ত ৫.৮০ লক্ষ
Published at : 25 May 2022 11:46 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
