এক্সপ্লোর
Covid-19 Vaccine: 'টিকা নিয়ে উপকার পেয়েছি', ১১ বার ভ্যাকসিন নিলেন ৮৪ বছরের বৃদ্ধ

করোনা টিকা নিলেন বৃদ্ধ
1/7

এখন এমন এক সময় যখন দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হচ্ছে একাধিক। এই আবহে এক অশীতিপর বৃদ্ধ দাবি করেছেন তিনি প্রায় ১১ বার টিকা নিয়েছেন।
2/7

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, মাধেপুরা জেলার ওরাই গ্রামের একজন ৮৪ বছর বয়সি ব্যক্তি ভ্যাকসিনের ১১টি ডোজ নিয়েছেন। ১২ তম ডোজ নেওয়ার আগেই ধরা পড়ে ওই বৃদ্ধ।
3/7

ওই ব্যক্তির নাম ব্রহ্মদেব মন্ডল। তিনি এতবার কেন ভ্যাকসিন নিয়েছেন এ প্রশ্ন করা হতেই অশীতিপরের জবাব, টিকার উপকারি প্রভাব পেয়েছেন তিনি।
4/7

প্রতিবেদনে তিনি বলেন, "আমি ভ্যাকসিন থেকে অনেক উপকৃত হয়েছি। এই কারণেই আমি বারবার এটি নিয়েছি। তাঁর কথায় সরকার দারুণ একটি জিনিস তৈরি করেছে। "
5/7

৮৪ বছরের বৃদ্ধ একসময় ডাক বিভাগের কর্মচারী ছিলেন। ফেব্রুয়ারিতে প্রথম কোভিড ডোজ নেন। পরবর্তীতে মার্চ, মে, জুন, জুলাই এবং অগস্ট মাসেও করোনা টিকা নেন।
6/7

একই আধার কার্ড দিয়ে একই স্বাস্থ্য কেন্দ্র থেকে ১১বার টিকা নেন তিনি। তবে মাঝে ভোটার কার্ড, স্ত্রীর ফোন নম্বরও ব্যবহার করেছেন বলে খবর।
7/7

কীভাবে কর্তৃপক্ষকে এড়িয়ে এই কাজ করেছেন তিনি, তা তদন্ত করে দেখা হচ্ছে।
Published at : 05 Jan 2022 11:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
