এক্সপ্লোর
Yaas Cyclone in Odisha:ওড়িশার উপকূলে ইয়াসের তাণ্ডব, দেখুন ধ্বংসচিত্র
Check out the Cyclone Yaas effects in Odisha
1/8

পূর্বাভাস মতোই ওড়িশার বালেশ্বরে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস। প্রবল হাওয়া, ভারী বৃষ্টিতে জলের তলায় একের পর এক গ্রাম। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকাগুলিতে তাণ্ডব চালাল এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। ( ছবি-ওড়িশার চণ্ডীপুরের ঘেরি গ্রামে ঝড়ের দাপটে ভেঙে রাস্তায় পড়ে বিদ্যুতের খুঁটি )
2/8

সকাল নটা নাগাদ সেই বালেশ্বরেই ১৩০ থেকে ১৪০ কিলোমিটার গতিতে আছড়ে পড়ে ইয়াস।ল্যান্ডফলের পর থেকে তিনঘণ্টা ধরে চলে তাণ্ডব।আর তারপর?সুন্দর সাজানো গোছানো জনপদের চেহারাটাই যেন একপ্রকার বদলে দিয়েছে ইয়াস।(ছবি- জলমগ্ন বালেশ্বরের ঘেরি গ্রাম)
Published at : 27 May 2021 12:04 AM (IST)
আরও দেখুন






















