এক্সপ্লোর
Probashe Durga Puja: কানাডার মাটিতে মাত্র ২ দিনের পুজো, কিন্তু খামতি নেই শ্রদ্ধায়-উদযাপনে
Durga Puja 2022: কানাডার ডারহামে মাতৃ-আরাধনা। সময় কম, তারমধ্যেই নিজে হাতে নিখুঁত আয়োজন উদ্যোক্তাদের।
ছবি সূত্র: ডারহামের দুর্গাপুজোর অন্যতম উদ্যোক্তা সুপ্রিয় চট্টোপাধ্যায়
1/9

বিদেশ বিভুঁইয়ে বাস। দেশের মতো দুর্গাপুজোয় ছুটি নেই। কিন্তু যেখানে এত বাঙালি থাকবে সেখানে দুর্গাপুজো হবে না। এমন তো হয় না। তাই বিদেশে থেকেও দুর্গাপুজোর স্বাদ পেতে সেখানেই আয়োজন দুর্গাপুজোর। কানাডার ডারহামে আগমনী কালচারাল অ্যাসোসিয়েশনের হাত ধরে ২৪ ও ২৫ সেপ্টেম্বরেই দুর্গা আরাধনা হয়েছে। সেখানেই একটি হলঘরে আয়োজন হয়েছিল পুজোর।
2/9

পুজোর যাবতীয় কাজের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্যরাই। পুজোর জায়গা সাজানো, তার পরিকল্পনা এবং হাতে হাতে কাজ করে সেটা সফল করা, হয়েছে সবই।
Published at : 27 Sep 2022 12:44 AM (IST)
আরও দেখুন






















