এক্সপ্লোর
Nupur Sharma Controversy: নেত্রীর বিদ্বেষমূলক মন্তব্যে তোলপাড়, ঘরে-বাইরে হোঁচট ভারতের

ফাইল চিত্র
1/9

বিজেপি নেতার মন্তব্যের জেরে ঘরে-বাইরে প্রবল চাপে ভারত সরকার। একটি অনুষ্ঠানে মহম্মদকে নিয়ে মন্তব্যের জেরে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনার সমালোচনা করে দলের নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে বিজেপি। যদিও তাতে পরিস্থিতি ঠান্ডা হয়নি। এই ঘটনার পর দলের মুখপাত্র নুপূর শর্মাকে সাসপেন্ড এবং আর এক নেতা নবীন জিন্দলকে বহিষ্কার করেছে বিজেপি।
2/9

মুসলিম বিশ্বের একাধিক দেশ প্রবল সমালোচনা করেছে এই ঘটনার। ইতিমধ্যেই কুয়েতে একটি শপিং মলে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছে। অসন্তোষের একই ছবি আরও কিছু দেশে। সরকারি তরফেও বিবৃতি জারি করা হয়েছে।
3/9

কুয়েত, ইরাক, ইরান, সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরশাহি, জর্ডন, লিবিয়া, বাহরিন, মালদ্বীপ, আফগানিস্তান, ইন্দোনেশিয়া এই মন্তব্যে কড়া সমালোচনা করে বার্তা দিয়েছে। এমনকী ভারত সরকারের তরফে ক্ষমাপ্রার্থনা চাওয়া হয়েছে।
4/9

Organisation of Islamic Cooperation (OIC) এই মন্তব্যের কড়া সমালোচনা করে ইউনাইটেড নেশনের তরফে পদক্ষেপের আর্জি জানানো হয়েছে। তাদের অভিযোগ, ভারতে ইসলাম বিরোধী ভাবনাচিন্তা বাড়ছে। যার তীব্র বিরোধিতা করেছেন ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। ভারতে সব ধর্মের প্রতি সমান সম্মান দেখানো হয় বলেই মন্তব্য করেছেন তিনি।
5/9

২০১৫ সালে ভোটের ময়দানে নেমেছিলেন নূপুর শর্মা। দিল্লি বিধানসভা ভোটে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে লড়াই করে হেরে যান তিনি। পরে বিজেপির মুখপাত্রের দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি।
6/9

বিজেপির এই নেত্রীর মন্তব্যের পরেই দেশজুড়ে আন্দোলন শুরু হয়। ওই মন্তব্যের কারণেই উত্তরপ্রদেশে হিংসা ছড়ায় বলে অভিযোগ। সেই ঘটনায় একাধিক লোক জখম হয়েছেন। এরপরেই তাঁকে সাসপেন্ড করে দল। পদ থেকে ছাঁটলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে ওই নেত্রীর।
7/9

নূপুর শর্মার মন্তব্যের পর শুধু বিদেশেই নয়, এই দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লি, মুম্বই, উত্তরপ্রদেশে তীব্র প্রতিবাদ করা হয়েছে।
8/9

বিজেপি নেতার এহেন মন্তব্যের জেরে ঘরে-বাইরে প্রবল চাপে ভারত সরকার। পরিস্থিতি এমনই যে দীর্ঘদিনের কূটনৈতিক সুসম্পর্ক থাকা দেশও তীব্র প্রতিবাদ জানিয়েছে। যা নিয়ে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে কেন্দ্রের সরকার।
9/9

ক্ষমা চাওয়ার পরেও মেটেনি সমস্যা। একাধিক জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নূপুর শর্মার। এই পরিস্থিতিতে ওই নেত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। সব ছবি: পিটিআই/গেটি
Published at : 07 Jun 2022 04:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
