এক্সপ্লোর
Independence Day 2022: নিজের মাটি, নিজের দেশ, চোখে জল আনে এই গানগুলি
Patriotic Songs:
![Patriotic Songs:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/8a91c84995083752bdbd35d655bfb0261659546406_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
—ফাইল চিত্র।
1/12
![‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’, ছোট থেকে আউড়ে গেলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকের ঘটনাবলী দেখে ভারাক্রান্ত হয়ে আসে মন। কিন্তু স্বাধীনতা দিবসের কথা অন্য। কোথাও না কোথাও গর্ববোধ করি আমরা সকলেই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/fe5df232cafa4c4e0f1a0294418e5660ba5a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
‘স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়’, ছোট থেকে আউড়ে গেলেও, বড় হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিকের ঘটনাবলী দেখে ভারাক্রান্ত হয়ে আসে মন। কিন্তু স্বাধীনতা দিবসের কথা অন্য। কোথাও না কোথাও গর্ববোধ করি আমরা সকলেই।
2/12
![সকলের দেশভক্তি এবং দেশপ্রেম প্রকাশের ভঙ্গি যদিও আলাদা। কেউ স্বাধীনতা দিবসে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন, কেউ আবার পাড়ায় পতাকা উত্তোলনে যান। কেউ কেউ আবার বাড়িতেই নিজের মতো করে দিন কাটান।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/8cda81fc7ad906927144235dda5fdf15ad87e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সকলের দেশভক্তি এবং দেশপ্রেম প্রকাশের ভঙ্গি যদিও আলাদা। কেউ স্বাধীনতা দিবসে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন, কেউ আবার পাড়ায় পতাকা উত্তোলনে যান। কেউ কেউ আবার বাড়িতেই নিজের মতো করে দিন কাটান।
3/12
![তবে যেখানেই থাকুন না কেন, বিশেষ দিনটিতে বিশেষ কিছু গান বাজানোর রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরেই। তাই বাইরে থাকুন বা বাড়িতে, এই স্বাধীনতা দিবসে, শুনতে পারেন এই গানগুলি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/d0096ec6c83575373e3a21d129ff8fef7cbbe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তবে যেখানেই থাকুন না কেন, বিশেষ দিনটিতে বিশেষ কিছু গান বাজানোর রেওয়াজ চলে আসছে যুগ যুগ ধরেই। তাই বাইরে থাকুন বা বাড়িতে, এই স্বাধীনতা দিবসে, শুনতে পারেন এই গানগুলি।
4/12
![শুধু দেশভক্তি নয়, এ দেশের বৈচিত্র, বিভিন্নতা ব্যাখ্যায় ‘জন গণ মন অধিনায়ক’-এর চেয়ে উপযুক্ত আর কিছু আছে কি! সিনেমাঘর থেকে খেলার মাঠ, সর্বত্রই শোনেন। বিশেষ দিনটিতেও না হয়, দেশভক্তিতে উদ্বেল হল মন!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/156005c5baf40ff51a327f1c34f2975bcd40d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
শুধু দেশভক্তি নয়, এ দেশের বৈচিত্র, বিভিন্নতা ব্যাখ্যায় ‘জন গণ মন অধিনায়ক’-এর চেয়ে উপযুক্ত আর কিছু আছে কি! সিনেমাঘর থেকে খেলার মাঠ, সর্বত্রই শোনেন। বিশেষ দিনটিতেও না হয়, দেশভক্তিতে উদ্বেল হল মন!
5/12
![ছোটবেলায় স্কুল বা পাড়ার কুচকাওয়াজে না জানি কতবার গেয়েছেন। এই স্বাধীনতা দিবসে ফিরে আসুক ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/032b2cc936860b03048302d991c3498f47558.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছোটবেলায় স্কুল বা পাড়ার কুচকাওয়াজে না জানি কতবার গেয়েছেন। এই স্বাধীনতা দিবসে ফিরে আসুক ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’।
6/12
![দেশপ্রেমের গানকে কার্যতই নিজের ‘ট্রেডমার্ক’ বানিয়ে ফেলেছেন এআর রহমান। তাঁর গলায় ‘মা তুঝে সেলাম’ শোনার পর গায়ে কাঁটা দেয়নি, এমন লোকজন কমই আছেন।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/799bad5a3b514f096e69bbc4a7896cd9f13c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
দেশপ্রেমের গানকে কার্যতই নিজের ‘ট্রেডমার্ক’ বানিয়ে ফেলেছেন এআর রহমান। তাঁর গলায় ‘মা তুঝে সেলাম’ শোনার পর গায়ে কাঁটা দেয়নি, এমন লোকজন কমই আছেন।
7/12
![সাবেকি হোক বা আধুনিক, যে ধরনের জীবনযাপনেই অভ্যস্ত হন না কেন ‘রং দে বসন্তি’ ছবির টাইটেল ট্র্যাকটি গুনগুন করেননি এমন লোক কি খুঁজে পাওয়া যায়!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/18e2999891374a475d0687ca9f989d8378805.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাবেকি হোক বা আধুনিক, যে ধরনের জীবনযাপনেই অভ্যস্ত হন না কেন ‘রং দে বসন্তি’ ছবির টাইটেল ট্র্যাকটি গুনগুন করেননি এমন লোক কি খুঁজে পাওয়া যায়!
8/12
![ছবির মান যেমনই হোক না কেন, ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি শুনলে চোখের জল বাধ মানে না অনেকেরই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800a2acc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবির মান যেমনই হোক না কেন, ‘কেশরী’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি শুনলে চোখের জল বাধ মানে না অনেকেরই।
9/12
![বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আসলে। কিন্তু ‘বন্দে মাতরম’ গান না জানি কতরকম ভাবে তুলে ধরেছেন শিল্পীরা। তাই স্বাধীনতা দিবসে এই গানটি চাই-ই চাই।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/30e62fddc14c05988b44e7c02788e1874211d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আসলে। কিন্তু ‘বন্দে মাতরম’ গান না জানি কতরকম ভাবে তুলে ধরেছেন শিল্পীরা। তাই স্বাধীনতা দিবসে এই গানটি চাই-ই চাই।
10/12
![এ দেশের মাটিতে সোনা ফলে, না জানি কত ছবিতে শুনেছেন এই সংলাপ। ‘উপকার’ ছবির ‘মেরে দেশ কি ধরতি’ গানটি মনে পড়ে তো!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/ae566253288191ce5d879e51dae1d8c31c7c1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
এ দেশের মাটিতে সোনা ফলে, না জানি কত ছবিতে শুনেছেন এই সংলাপ। ‘উপকার’ ছবির ‘মেরে দেশ কি ধরতি’ গানটি মনে পড়ে তো!
11/12
![ছবির অস্কার জয় নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ছবিতে ভারতের যে ভাবমূর্তি দেখানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে বহু মানুষের। কিন্তু ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ‘জয় হো’ আজও কানে বাজে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/156005c5baf40ff51a327f1c34f2975b3d1dc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবির অস্কার জয় নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ছবিতে ভারতের যে ভাবমূর্তি দেখানো হয়েছে, তা নিয়েও আপত্তি রয়েছে বহু মানুষের। কিন্তু ‘স্লামডগ মিলিয়নেয়ার’ ছবির ‘জয় হো’ আজও কানে বাজে।
12/12
![ছবি দেখে যেমন গায়ে কাঁটা দেয়, তেমনই গান শুনেও। দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন’ শুনলে নিজের মাটি কাকে না টানে!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880093f1f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ছবি দেখে যেমন গায়ে কাঁটা দেয়, তেমনই গান শুনেও। দেশে-বিদেশে যেখানেই থাকুন না কেন ‘রাজি’ ছবির ‘অ্যায় ওয়াতন’ শুনলে নিজের মাটি কাকে না টানে!
Published at : 03 Aug 2022 10:58 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)