এক্সপ্লোর
Advertisement

International Tiger Day: আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে ভারতের সেরা টাইগার রিজার্ভগুলি দেখে নিন
Tigers: আজ ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। এই বিশেষ দিনে জেনে নিন ভারতের বিখ্যাত টাইগার রিজার্ভগুলি।

আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
1/10

আজ ২৯ জুলাই আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস। বিশ্বজুড়ে ক্রমশই কমছে বাঘেদের সংখ্যা। তাই সচেতনতা বাড়াতেই প্রতি বছর ২৯ জুলাই পালিত হয় আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস।
2/10

ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রয়েছে বিখ্যাত কয়েকটি টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণের কেন্দ্র। এগুলির প্রায় সবকটিই পর্যটন কেন্দ্র হিসেবেও বিখ্যাত। দেখে নিন ভারতে কোন কোন রাজ্যে টাইগার রিজার্ভ রয়েছে।
3/10

পেঞ্চ ন্যাশনাল পার্ক- মধ্যপ্রদেশে রয়েছে এই টাইগার রিজার্ভ। তৈরি হয়েছিল ১৯৬৫ সালে। মূলত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই পেঞ্চ ন্যাশনাল পার্কে।
4/10

মানস ন্যাশনাল পার্ক- ইউনেসকোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্গত এই ন্যাশনাল পার্ক। এর অবস্থান উত্তর-পূর্বের রাজ্য অসমে। মানস নদীর তীর বরাবর অবস্থিত এই পার্কের চারধারে রয়েছে ভুটানের জঙ্গল।
5/10

সাতপুরা টাইগার রিজার্ভ- মধ্যপ্রদেশে অবস্থিত এই টাইগার রিজার্ভের নামকরণ করা হয়েছে সাতপুরা পর্বতশ্রেণির নামানুসারে।
6/10

রণথম্বোর টাইগার রিজার্ভ- রাজস্থানের রণথম্বোরে অবস্থিত এই টাইগার রিজার্ভ ভারতের অন্যতম বৃহৎ টাইগার রিজার্ভ। বেশ ভাল সংখ্যায় বাঘের অবস্থা রয়েছে এই কেন্দ্রে।
7/10

বান্ধবগড় টাইগার রিজার্ভ- মধ্যপ্রদেশ রাজ্যে বিন্ধ্য পর্বতের কোলে অবস্থিত এই বান্ধবগড় টাইগার রিজার্ভ। মূলত রয়্যাল বেঙ্গল টাইগারদের বাসস্থান হিসেবেই এই টাইগার রিজার্ভ পরিচিত।
8/10

পেরিয়ার টাইগার রিজার্ভ- কেরলে পশ্চিমঘাট পর্বতের কোলে অবস্থিত এই টাইগার রিজার্ভ মূলত বেঙ্গল টাইগার এবং সাদা বাঘের বাসস্থান হিসেবে বিখ্যাত।
9/10

নাগারহোল টাইগার রিজার্ভ- দক্ষিণের রাজ্য কর্নাটকে অবস্থিত এই টাইগার রিজার্ভ। 'নাগারহোল' নদীর নাম অনুসারে নামকরণ করা হয়েছে এই বিখ্যাত টাইগার রিজার্ভের।
10/10

জিম করবেট টাইগার রিজার্ভ- উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত এই টাইগার রিজার্ভ ভারতের সবচেয়ে পুরনো টাইগার রিজার্ভ। এখানেই ১৯৭৩ সালে প্রোজেক্ট টাইগার লঞ্চ হয়েছিল।
Published at : 29 Jul 2022 09:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
