এক্সপ্লোর
Krishna Janmashtami 2022: কোথাও শেষ মুহূর্তের তুলির টান, কোথাও শুরু উৎসব, দেশের নানা প্রান্তে শুরু জন্মাষ্টমীর প্রস্তুতি
Janmashtami 2022: উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। চলছে কেনাকাটা।
![Janmashtami 2022: উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। চলছে কেনাকাটা।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/83c860d2a34eb964e2774313b47084281660800178568385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র, ছবি: পিটিআই
1/9
![ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে যে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী। ভারতের নানা কোণে অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। এই বছর ১৮ অগাস্ট রাত থেকে ১৯ অগাস্ট পর্যন্ত রয়েছে জন্মাষ্টমী উৎসবের সময়। তার আগেই থেকেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/f3ccdd27d2000e3f9255a7e3e2c488001ff38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ভারতীয় সংস্কৃতির সঙ্গে যে যে উৎসব অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম কৃষ্ণ জন্মাষ্টমী। ভারতের নানা কোণে অত্যন্ত শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালিত হয় জন্মাষ্টমী। এই বছর ১৮ অগাস্ট রাত থেকে ১৯ অগাস্ট পর্যন্ত রয়েছে জন্মাষ্টমী উৎসবের সময়। তার আগেই থেকেই সারা ভারতে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ছবি: পিটিআই
2/9
![উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জন্মাষ্টমীর কৃষ্ণের মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। বেঙ্গালুরুতে গভীর মনোযোগের সঙ্গে তুলির শেষ ছোঁয়া দিচ্ছেন শিল্পী। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/156005c5baf40ff51a327f1c34f2975bb06c5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
উত্তর থেকে দক্ষিণ, দেশের সর্বত্র শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। জন্মাষ্টমীর কৃষ্ণের মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজ চলছে। বেঙ্গালুরুতে গভীর মনোযোগের সঙ্গে তুলির শেষ ছোঁয়া দিচ্ছেন শিল্পী। ছবি: পিটিআই
3/9
![বিহারের পাটনায় জন্মাষ্টমী ঘিরে তুঙ্গে শিশুদের উৎসাহ। আগে থেকেই শুরু উৎসবের প্রস্তুতি। পাটনার একটি স্কুলের পড়ুয়ারা সেজেছে কৃষ্ণ ও রাধার সাজে। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/799bad5a3b514f096e69bbc4a7896cd9a1f32.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বিহারের পাটনায় জন্মাষ্টমী ঘিরে তুঙ্গে শিশুদের উৎসাহ। আগে থেকেই শুরু উৎসবের প্রস্তুতি। পাটনার একটি স্কুলের পড়ুয়ারা সেজেছে কৃষ্ণ ও রাধার সাজে। ছবি: পিটিআই
4/9
![মুম্বইয়ে ইতিমধ্যেই শুরু উৎসব। জন্মাষ্টমীর অন্যতম আকর্ষণ দই-হাঁড়ির উৎসবে মেতেছেন মুম্বইয়ের একটি কলেজের পড়ুয়ারা। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/d0096ec6c83575373e3a21d129ff8fef00896.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
মুম্বইয়ে ইতিমধ্যেই শুরু উৎসব। জন্মাষ্টমীর অন্যতম আকর্ষণ দই-হাঁড়ির উৎসবে মেতেছেন মুম্বইয়ের একটি কলেজের পড়ুয়ারা। ছবি: পিটিআই
5/9
![সারা ভারতেই ঘরে ঘরে পালিত হয় জন্মাষ্টমী। মন্দিরে তো পুজো হয়। ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও পালন করে থাকে। এছাড়াও ঘরে ঘরে বাড়ির সদস্যের মতো আপ্যায়ন করে পালন করা হয় কৃষ্ণের জন্মদিন। কেনা হয় মূর্তিও। চেন্নাইয়ে বিক্রির অপেক্ষায় কারিগর। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/032b2cc936860b03048302d991c3498fd7f13.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সারা ভারতেই ঘরে ঘরে পালিত হয় জন্মাষ্টমী। মন্দিরে তো পুজো হয়। ক্লাব বা বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানও পালন করে থাকে। এছাড়াও ঘরে ঘরে বাড়ির সদস্যের মতো আপ্যায়ন করে পালন করা হয় কৃষ্ণের জন্মদিন। কেনা হয় মূর্তিও। চেন্নাইয়ে বিক্রির অপেক্ষায় কারিগর। ছবি: পিটিআই
6/9
![তিরুবনন্তপুরমেও তুঙ্গে জন্মাষ্টমীর প্রস্তুতি। কদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে যাবতীয় কাজ। আত্তুকাল ভগবতী মন্দিরের ঠিক বাইরে জন্মাষ্টমীর আগেই উৎসবে মগ্ন একদল শিশু। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/18e2999891374a475d0687ca9f989d8356fc1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
তিরুবনন্তপুরমেও তুঙ্গে জন্মাষ্টমীর প্রস্তুতি। কদিন আগে থেকেই শুরু হয়ে গিয়েছে যাবতীয় কাজ। আত্তুকাল ভগবতী মন্দিরের ঠিক বাইরে জন্মাষ্টমীর আগেই উৎসবে মগ্ন একদল শিশু। ছবি: পিটিআই
7/9
![জলন্ধরের দেহী তালাব মন্দির। প্রতিবছর এই মন্দিরে উপস্থিত হন অসংখ্য পুণ্যার্থী। দেবী দুর্গার এই মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। জন্মাষ্টমী উপলক্ষে আলোয় সেজে উঠেছে সেই মন্দির। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/fe5df232cafa4c4e0f1a0294418e56606d925.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
জলন্ধরের দেহী তালাব মন্দির। প্রতিবছর এই মন্দিরে উপস্থিত হন অসংখ্য পুণ্যার্থী। দেবী দুর্গার এই মন্দির ৫১ শক্তিপীঠের অন্যতম। জন্মাষ্টমী উপলক্ষে আলোয় সেজে উঠেছে সেই মন্দির। ছবি: পিটিআই
8/9
![গুরগাঁওতেও একই ছবি। জন্মাষ্টমীর আগে জমে উঠেছে কেনাকাটা। রয়েছে কৃষ্ণের হরেক সাজের প্রতিমা। পছন্দমতো প্রতিমা বেছে নিচ্ছেন এক ভক্ত। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/8cda81fc7ad906927144235dda5fdf15705a5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
গুরগাঁওতেও একই ছবি। জন্মাষ্টমীর আগে জমে উঠেছে কেনাকাটা। রয়েছে কৃষ্ণের হরেক সাজের প্রতিমা। পছন্দমতো প্রতিমা বেছে নিচ্ছেন এক ভক্ত। ছবি: পিটিআই
9/9
![বেশ কয়েকদিন আগে থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত শিল্পীরা। ছবি: পিটিআই](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/18/30e62fddc14c05988b44e7c02788e18794537.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বেশ কয়েকদিন আগে থেকেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়ে গিয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। তেমনই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যস্ত শিল্পীরা। ছবি: পিটিআই
Published at : 18 Aug 2022 10:59 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)