এক্সপ্লোর
Modi Kashi Vishwanath : ‘কাশীতে তারই সরকার, যার হাতে ডমরু রয়েছে’ বিশ্বনাথ-বন্দনা করে বললেন মোদি

মোদি কাশীতে ষোড়শ উপাচারে দিলেন পুজো
1/10

‘কাশীতে চলতে থাকা উন্নয়নের মহাযজ্ঞ আজ নতুন অধ্যায় সূচনা হল। নতুন ভারতে ঐতিহ্য এবং উন্নয়ন একসঙ্গে চলছে’। কাশীর উদ্বোধনী মঞ্চে দাবি প্রধানমন্ত্রীর।
2/10

কালভৈরবের দর্শন করে ক্রুজে কাশী গেলেন মোদি। গঙ্গাস্নান সেরে করলেন বিশ্বনাথের জলাভিষেক। ষোড়শ উপাচারে দিলেন পুজো।
3/10

কাশীর মন্দিরের সঙ্গে জুড়ল গঙ্গার ঘাট। ৩৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাশী বিশ্বনাথ মন্দিরের ফেস ওয়ানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।
4/10

বারাণসীতে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের দিন এক নতুন ইতিহাসের রচনা হচ্ছে। আমার সৌভাগ্য আমি সেই তিথির সাক্ষী থাকতে পারছি। যেসব মন্দির লুপ্ত হয়ে গিয়েছিল, সেগুলিরও নতুন করে তৈরি করা হয়েছে। এখানে এলে অতীতের গৌরব অনুভব করা যাবে’
5/10

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এখানে সবাই আসতে চাইতেন, কিন্তু রাস্তা সংকীর্ণ ছিল। এখন সোজা গঙ্গার ঘাট থেকে মন্দিরে আসা অনেক সহজ হবে। ৩ হাজার বর্গফুটের করিডর এখন ৫ লক্ষ বর্গফুটের করা হয়েছে। এখন মন্দির পরিসরে প্রায় ৭০ হাজার পুণ্যার্থী আসতে পারবেন’
6/10

মোদি বলেন, ‘যখন বারাণসীতে এসেছিলাম, একটা বিশ্বাস নিয়ে এসেছিলাম। বারাণসীর মানুষের উপর আমার বিশ্বাস ছিল। বারাণসীতে আগে রাজনীতি ছিল, কিছু মানুষের স্বার্থ জড়িয়ে ছিল’
7/10

তিনি মনে করিয়ে দেন , ‘কাশীতে তারই সরকার, যার হাতে ডমরু রয়েছে। কাশীর সঙ্গে জুড়ে পণ্ডিত রবিশঙ্কর থেকে বিসমিল্লা খান। বাংলার রানি ভবানী কাশীর মন্দিরে সর্বস্ব দান করেছিলেন’
8/10

তিনি বলেন, ‘দক্ষিণ ভারতেও কাশীর প্রভাব অবিস্মরণীয়’
9/10

আজ গঙ্গায় ডুব দিয়ে প্রধানমন্ত্রী ট্যুইটারে লেখেন, নিজেকে কৃতার্থ মনে হচ্ছে।
10/10

আজ প্রধানমন্ত্রীর সফর ঘিরে কাশী জুড়ে মহা সমারোহ।
Published at : 13 Dec 2021 02:55 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
POWERED BY
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
