এক্সপ্লোর
Modi Speech Highlights : '১০০ শতাংশ টিকাকরণ কেন্দ্রের দায়িত্ব' রাজ্যসভায় আর কী বললেন মোদি

ফের মোদির নিশানায় কংগ্রেস
1/10

লোকসভার পর রাজ্যসভা। ফের মোদির নিশানায় কংগ্রেস। রাষ্ট্রপতির বক্তৃতার জবাবি ভাষণে তাঁর খোঁচা, ২০১৩-র দুর্দশা ভুলতে পারছেন না অনেকে !
2/10

১০০ শতাংশ টিকাকরণ কেন্দ্রের দায়িত্ব, রাজ্যসভায় বললেন মোদি। তিনি বলেন, ' ১০০ বছরে সবথেকে বড় অতিমারী করোনা। ‘করোনা মোকাবিলায় ভারতের কাজের প্রশংসা করছে গোটা বিশ্ব। এই কৃতিত্ব একা সরকারের নয়, ১৩০ কোটি দেশবাসীর। ১০০ শতাংশ টিকাকরণের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। ‘
3/10

' এখন গরিবেরও পাকা ঘর হয়। গরিবকেও লাখপতি বলা যায়' , রাজ্যসভায় জবাবি ভাষণে দাবি করলেন মোদি।
4/10

মোদি আরও বললেন, ' ৭৫ বছরের জমে থাকা খামতি মেটাতে হবে। সরকারি সহায়তা মূল্যে ফসল কেনায় রেকর্ড করেছে এই সরকার।'
5/10

করোনা কালে দেশবাসীকে বিনামূল্যে রেশনের ব্যবস্থার কথা ঘোষণা করেছিল কেন্দ্র। প্রধানমন্ত্রীর দাবি, ‘৮০ কোটি পরিবারের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রের তরফে’
6/10

৫ কোটি পরিবারে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হয়। এছাড়াও কেন্দ্র কৃষকদের লকডাউনের আওতার বাইরে রাখার মতো সাহসী সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেন মোদি।
7/10

‘ভারত এখন মোবাইল ফোন উত্পাদনে অগ্রণী ভূমিকায়’ বললেন মোদি।
8/10

তিনি বিজেপি সরকারকে ইউপিএ সরকারের সঙ্গে তুলনা করেন। বলেন, কংগ্রেসের সময়ে মুদ্রাস্ফীতির হার দুউ অঙ্কে ছিল। তিনি আরও বলেন, মহামারী এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৭% এর বেশি মূল্যস্ফীতির হার থাকা সত্ত্বেও, তার সরকার ৫.২% এ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে রাখতে পেরেছে।
9/10

সোমবার লোকসভায় জবাবি ভাষণেও কংগ্রেসকে তুলোধনা করেন নরেন্দ্র মোদি। বিদ্রুপের সুরে তিনি বলেন, ' দেখে মনে হয়, কংগ্রেস ১০০ বছরেও ক্ষমতায় আসতে চায় না।'
10/10

রাজ্যসভায় প্রধানমন্ত্রীর জবাবি ভাষণে তিনি বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কাজে যেটুকু খামতি আছে, তা দূর করতে হবে। '
Published at : 08 Feb 2022 02:33 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
উত্তর ২৪ পরগনা
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
