এক্সপ্লোর
Pres Freedom in India: সংবাদমাধ্যমের স্বাধীনতায় আরও পিছনে ভারত, এগিয়ে নেপাল, শ্রীলঙ্কাও

ছবি: পিক্সাবে।
1/10

সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্ব সূচকে আরও পতন ভারতের। গত বছরের ১৪২তম স্থান থেকে নেমে আ ১৫০তম স্থানে ঠাঁই হল ভারতের।
2/10

পাকিস্তান ১৫৭তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা রয়েছে ১৪৬তম এবং মায়ানমার রয়েছে ১৭৬তম স্থানে। বাংলাদেশ ১৬২তম স্থানে জায়গা পেয়েছে।
3/10

এই তালিকায় নেপালের উত্থান উল্লেখযোগ্য। গত বছর ১০৬তম স্থানে ছিল তারা। এ বার ৩০ ধাপ এগিয়ে ৭৬-এ পৌঁছে গিয়েছে।
4/10

গত বছর তালিকায় ১৪৫তম স্থানে ছিল পাকিস্তান, এ বার ১২ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। শ্রীলঙ্কা গতবার ১২৭তম স্থান দখল করে ছিল। এ বার ১৯ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। বাংলাদেশ গতবারে ১৫২তম স্থানে থাকলেও, এ বার ১০ ধাপ নেমে গিয়েছে। ৩৬ ধাপ নীচে নেমেছে মায়ানমার।
5/10

সংবাদমাধ্যমের স্বাধীনতায় তালিকায় একেবারে শীর্ষে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ডেনমার্ক, তৃতীয় সুইডেন, চতুর্থ এস্টোনিয়া, পঞ্চম ফিনল্যান্ড।
6/10

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী রাশিয়া রয়েছে ১৫৫তম স্থানে। গতবছরের থেকে পাঁচ ধাপ নীচে নেমে গিয়েছে তারা। দু’ধাপ এগিয়েছে ১৭৫তম স্থানে রয়েছে চিন।
7/10

তালিকায় ২৪তম স্থানে রয়েছে ব্রিটেন। আমেরিকা রয়েছে ৪২তম স্থানে। তালিকায় একেবারে শেষতম স্থানে জায়গা হয়েছে উত্তর কোরিয়ার।
8/10

আন্তর্জাতিক স্তরের ন’টি মানবাধিকার সংগঠন ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার’ এই তালিকা তৈরি করেছে।
9/10

সাংবাদিক এবং সমালোচকদের হেনস্থা বন্ধ করতে নরেন্দ্র মোদি সরকারকে আর্জি জানিয়েছে তারা। তাদের মতে, সমালোচনার করলেই দেশদ্রোহ, সন্ত্রাস আইন দায়ের করা কাম্য নয়।
10/10

শুধু তাই নয়, সংবাদ পরিবেশনেও মেরুকরণের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি আন্তর্জাতিক সংগঠনগুলির। তাদের দাবি, এমন ভাবে তথ্য তুলে ধরা হচ্ছে, যাতে দেশগুলির মধ্যে পারস্পরিক বিভাজন তৈরি হচ্ছে। ভূ-রাজনৈতিক ক্ষেত্রেও দূরত্ব বাড়ছে।
Published at : 04 May 2022 11:39 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
